২৭ তারিখের ভোটের গণনা কবে? উত্তর মিলল

২৭ তারিখের ভোটের গণনা কবে? উত্তর মিলল

কলকাতা: সম্প্রতি চার পুরসভার নির্বাচন হয়ে গিয়েছে যেখানে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। এবার নজর রয়েছে আগামী ২৭ তারিখের নির্বাচনে। সেদিন ১০৮ পুরসভার ভাগ্য নির্ধারণ করবে সাধারণ মানুষ। সেই ভোট নিয়েও এখন থেকে উত্তাপ। চার পুরভোটে লাগাতার অভিযোগ এসেছে অশান্তির। জায়গায় জায়গায় শাসক শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে। এই চার কেন্দ্রের ভোট এবং ১০৮ পুরসভার ভোটের গণনা একদিকে করার আওয়াজ তুলেছিল বিজেপি। কিন্তু তা খারিজ হয়। তাহলে ১০৮ পুরসভার ভোটের গণনা কবে? জানা গেল।

আরও পড়ুন- মিষ্টি কথায় ভুলিয়ে ৭ রাজ্যে ১৪ বিয়ে ভুয়ো ডাক্তারের! অবশেষে পুলিশের জালে গুণধর

রাজ্য নির্বাচন কমিশন আজ এক বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে, আগামী ২৭ তারিখ যে ১০৮ পুরসভার নির্বাচন হতে চলেছে তার গণনা হবে আগামী ২ মার্চ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, ভোট গ্রহণ শেষ হওয়ায় পর পরই যেন রিটার্নিং অফিসাররা ইভিএম মেশিন সংরক্ষণ করার জন্য স্ট্রং রুমের ব্যবস্থা করে কারণ ভোটের গণনা দু’দিন পর ২ মার্চ হতে চলেছে। প্রসঙ্গত, বজবজ, সাইথিয়া, দিনহাটা এবং সিউড়ি পুরসভা তৃণমূলের দখলে চলে গিয়েছে ইতিমধ্যে। ভোট শুরু আগেই ৪ পুরসভা জিতে নিয়েছে বাংলার শাসক শিবির। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পুলিশ এবং তৃণমূল কর্মীদের হুমকির কারণে প্রার্থীরা মনোনয়ন তুলে নিয়েছে। কেউ প্রার্থী হতে ভয় পাচ্ছে। জোর করে পুরসভা দখল করার অভিযোগ তোলা হয়েছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তবে এইসব কিছুই পাত্তা দিচ্ছে না শাসক শিবির। তাদের দাবি, এই জয় মানুষের জয়। এও বলা হচ্ছে, বিরোধী প্রার্থীদের ভুল বুঝিয়ে মনোনয়ন দেওয়ানো হয়েছিল।

উল্লেখ্য, ২৭ তারিখের ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। তবে পুরভোটে প্রচারের সময়সীমা বাড়িয়েছে তারা। শেষ প্রচারের সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে তা করা হয়েছে ৪৮ ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =