কলকাতা: ভবানীপুরের মত ৩০ তারিখ জঙ্গিপুর এবং শমশেরজঙ্গেও নির্বাচন ছিল। সেখানেও সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল কিন্তু ভোট পড়েছিল অনেক বেশি। সামশেরগঞ্জে ভোট পড়েছিল ৭৯.৯২ শতাংশ, জঙ্গিপুরে ভোট পড়েছিল ৭৭.৬৩ শতাংশ। আজ ওই দুই কেন্দ্রেও চলছে গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ড শেষে ৪ হাজার ২৩৫ ভোটে এগিয়ে ঘাসফুল শিবির। দ্বিতীয় স্থানে ৩ হাজার ০৯৫ ভোট নিয়ে কংগ্রেস। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস ৪ হাজার ৫৪২ ভোটে এগিয়ে। জানা গিয়েছে, সামশেরগঞ্জের জন্য ২৪ রাউন্ড গণনা হবে এবং জঙ্গিপুরের জন্য ২৬ রাউন্ড গণনা হবে।
এদিকে, ভবানীপুরে পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও ভবানীপুর উপনির্বাচনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ২ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ শুরু হয়েছে তৃতীয় রাউন্ড গণনা৷ প্রথম রাউন্ডের শেষে ২৮০০ ভোটে এগিয়ে ছিলেন মমতা কিন্তু দ্বিতীয় রাউন্ডে ব্যবধান কিছুটা কমলেও এখনো ভালোই ব্যবধানে এগিয়ে তিনি। ভবানীপুর উপনির্বাচনে মোট ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরে শুরু থেকেই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷