বেদম কাশির সঙ্গে শ্বাসকষ্ট! রাতে জেলেই অক্সিজেন দিতে হল ‘অসুস্থ’ বালুকে

বেদম কাশির সঙ্গে শ্বাসকষ্ট! রাতে জেলেই অক্সিজেন দিতে হল ‘অসুস্থ’ বালুকে

balu

কলকাতা: দমবন্ধ করা কাশি, সঙ্গে বেজায় শ্বাসকষ্ট৷ জেলে ‘অসুস্থ’ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁকে সুস্থ করতে বৃহস্পতিবার রাতে অবশেষে দিতে হল অল্প পরিমাণে অক্সিজেন৷  শুক্রবার তেমনটাই জানা গেল প্রেসিডেন্সি জেল সূত্রে৷ 

রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷ তিনি ডায়াবিটিসে আক্রান্ত। এছাড়াও নানা শারীরিক সমস্যা রয়েছে৷ গ্রেফতার হওয়ার পর প্রথমবার তাঁকে আদালতে তোলার পরই জ্ঞান হারিয়েছিলেন বনমন্ত্রী। সেই সময় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর ইডি মেয়াদ শেষে জেলযাত্রা ঘটে মন্ত্রীর৷  বর্তমানে কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় জেরবার বালু৷ জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন৷ তাঁকে নিয়ে জেলকর্মীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন৷ তবে রাতে অক্সিজেন চালু করার পর কিছুটা সুস্থ বোধ করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাই তাঁকে আর হাসপাতালে ভর্তি করাতে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =