জ্বালানি ছেঁকায় মহার্ঘ্য সবজি, মাথায় হাত আম জনতার

জ্বালানি ছেঁকায় মহার্ঘ্য সবজি, মাথায় হাত আম জনতার

কলকাতা: লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম৷ এই নিয়ে টানা ২১ দিন দাম বাড়ল জ্বালানি তেলের৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পরিবহণ খরচও৷ যার প্রভাব পড়ল এবার সবজির বাজারে৷ জ্বালানির আগুনে বাজারে মহার্ঘ্য সবজি৷ খোলা বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া৷ দাম শুনে মাথায় হাত আম জনতার৷

পশ্চিমবঙ্গ ভেন্ডর’স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্যের মার্কেট টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, ‘‘লকডাউনের আগে ৩-৪ টন সবজি বহনে সক্ষম গাড়িগুলির ভাড়া ছিল ৩ হাজার টাকা৷ লকডাউনের সময় ভাড়া এক লাফে বেড়ে ৭ হাজার টাকায় পৌঁছয়৷ এর পর লাগাতার ডিজেলের দাম বাড়তে থাকায় পরিবহণ খরচ আরও বেড়ে গিয়েছে৷ একই গাড়ির ভাড়া পড়ছে এখন ৯ থেকে ১০ হাজার টাকা৷ যার প্রভাব পড়ছে সবজির দামে৷ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে সবজির দাম৷’’ তিনি আরও জানান, ‘‘সম পরিমাণ সবজি যদি ট্রেনে আনা হত, তাহলে খরচ পড়ত মাত্র ১,৬০০ টাকা৷’’ 

অ্যাগ্রো ইকোনমিস্ট সঞ্জীব দাস বলেন, ‘‘বোঝাই করা সবজি আসত মূলত ট্রেনে৷ কিন্তু ট্রেন পরিষেবা বন্ধ হতেই শহরের বাজারে সবজি সরবরাহের ক্ষেত্রে সমস্যা শুরু হয়৷ দাম বাড়ায় মূলত আলু ছাড়া অন্যান্য সবজিতে সে ভাবে হাতই দিচ্ছে না মধ্যবিত্ত মানুষ৷ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি বিক্রেতা ও কৃষকরা৷’’ 

এই বছর বাংলায় প্রচুর ফলন হলেও, উম্পুনে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে৷ দে বলেন, ‘‘অধিকাংশ কৃষকই উম্পুনের ক্ষতি কাটিয়ে বেড়িয়ে আসতে পারেননি৷ ফলে সারা বছর শহরে সবজি সরবরাবকারী বিক্রেতারাও বাজারে আসা বন্ধ করেছেন৷ উম্পুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা৷ শুধুমাত্র বড় কৃষক ও বিক্রেতারাই বাজারে টিকে রয়েছেন৷’’   

অন্যদিকে, ৬ জুন থেকে ২৭ জুন পর্যন্ত একটানা ২১ দিন ধরে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম৷ শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ৮০.৩৮ টাকা৷ অন্যদিকে, ডিজেলের দামও লিটার প্রতি ২১ পয়সা বেড়ে হয়েছে ৮০.৪০ টাকা৷ এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮২.০৫ টাকা এবং ডিজেল ১৮ পয়সা বেড়ে হল ৭৫.৫২ টাকা। এই নিয়ে শহরে ২১ দিনে পেট্রলের দাম বাড়ল লিটার পিছু ৮.৭৫ টাকা এবং ডিজেল লিটার পিছু বাড়ল ৯.৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =