Aajbikel

ট্রাম কোম্পানির নিয়োগেও দুর্নীতি? উঠল বিরাট অভিযোগ

 | 
ট্রাম

কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চা, অভিযোগ কিছুরই কমতি নেই। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরসভায় নিয়োগ, সবক্ষেত্রেই একাধিক অভিযোগ উঠেছে। তার তদন্তও চলছে, হয়েছে বহু গ্রেফতারিও। এবার দুর্নীতির তালিকায় নাম জুড়ল ট্রামের! হ্যাঁ, আর এই অভিযোগ করেছেন খোদ এক তৃণমূল নেতা। ক্যালকাটা ট্রাম কোম্পানির (CTC) বিরুদ্ধে একাধিক বেআইনি নিয়োগের অভিযোগ করা হয়েছে। এই নিয়ে এখন সরগরম বঙ্গ। 

শাসকদলেরই এক শ্রমিক নেতা সিটিসিতে একাধিক বেআইনি নিয়োগের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, টাকার বিনিময়ে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়েছে। তৃণমূলের আমলে প্রায় পাঁচশোর বেশি বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওই নেতার। আসলে বিষয় হল, ২০০৯ সালের শেষের দিকে তৎকালীন বাম সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, অস্থায়ী কর্মীদের মধ্যে যারা ১০ বছরের বেশি কাজ করেছেন তাঁদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু দু'বছরের মধ্যেই রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজ্ঞপ্তি জারি না করেই নিয়োগ শুরু করার অভিযোগ ওঠে তৃণমূল সরকারের বিরুদ্ধে। 

তৃণমূলের ওই নেতা এই বিষয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন। তাঁর এমনও বক্তব্য, এমন অফিসার রয়েছেন যাদের বিরুদ্ধে ট্রাম্প কোম্পানিতে অভিযোগ জানালেও তদন্ত হবে না। কারণ তাঁদের চাকরিই অবৈধ। এই বিষয়ে আবার বাম সরকার এবং রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর কথায়, যে সময়ের কথা বলা হচ্ছে তা বামফন্টের আমল। আর ২০১৬ পর্যন্ত দুর্নীতি হলে তার দায় শুভেন্দু অধিকারীর।

Around The Web

Trending News

You May like