আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ, হাবড়া বিডিও অফিসে শতাধিক মহিলার বিক্ষোভ

আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ, হাবড়া বিডিও অফিসে শতাধিক মহিলার বিক্ষোভ

c85814498c24d4a970b0c8d231a49ae0

হাবড়া: আমফানের ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে বারবার। ব্যাপক ঝড়ের তাণ্ডবে ওলটপালোট হয়ে গেছিল উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। ভাঙা ঘরবাড়ি, উড়ে যাওয়া চাল, জল ঢুকে নষ্ট হয়ে যাওয়া সংসার নিয়ে নাজেহাল হয়ে পড়ে পড়েন এলাকার মানুষ। সরকারের তরফে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হয়।

কিন্তু সেই ত্রাণ নিয়ে প্রবল দুর্নীতির অভিযোগ উঠছে জেলার বিভিন্ন অংশে। এমনই দুর্নীতির অভিযোগ উঠল গুমা দুই নম্বর পঞ্চায়েতের বুজরুক বামুনিয়া গ্রামে। কয়েক মাস কেটে গেলেও ক্ষতিপূরণ পাননি কেউই দাবি গ্রামবাসীদের। এছাড়াও ত্রাণবন্টনে সামঞ্জস্য না থাকার অভিযোগও তুলেছেন তাঁরা। অভিযোগ যাদের ক্ষতিপূরণ প্রয়োজন তারা তা পাচ্ছেন না অথচ যাদের প্রয়োজন নেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

দিনের পর দিন পঞ্চায়েত অফিসে ক্ষতিপূরণের জন্য দরবার করে কোনও লাভ হয়নি। ফলে তীব্র বিরক্তিতে বাড়ি ছেড়ে পথে নামলেন মেয়েরা। সব অভিযোগ নিয়েই হাবড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামের প্রায় শতাধিক মহিলা। তাঁদের দাবি ঝড়ের দাপটে তাঁরা কার্যত ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন, এর মধ্যে ক্ষতিপূরণ না মেলায় তাদের সমস্যা বেড়েছে। 
 

মহিলাদের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও কর্মীদের ব্যাপক দুর্নীতির জন্য তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এবিষয়ে তারা বারবার বিডিও অফিসেও অভিযোগ জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, সুরাহা মেলেনি। তীব্র ক্ষোভে তারা শেষ অবধি বিডিও অফিসের সামনে জড়ো হন। প্রতিবাদ করে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

এমনকি অফিসের ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে বিক্ষোভ দেখান কাঁরা। তাদের দাবি অবিলম্বে ক্ষতিপূরণের তালিকা প্রকাশ করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এদিকে বিডিও অফিসের সামনে এত মানুষ জড়ো হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। তাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে আসে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *