আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ, তালিকা প্রকাশের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ

আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ, তালিকা প্রকাশের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ

a4d1caaedea3ae81f5252fb4a75ac636

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর কেটে গেছে প্রায় দুমাস। এই ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বিস্তৃত অঞ্চল। ভেঙে পড়ে বাড়ি, উড়ে যায় বাড়ি চাল, জল ঢুকে বাড়িঘর ভেসে যায়। অপরিসীম সমস্যার মুখে পড়েন জেলার মানুষ।

বহু স্বচ্ছল মানুষ ঝড়ের তাণ্ডবে সবকিছু হারিয়ে পথে এসে বসেন। রাজ্য সরকারের তরফে এসব মানুষকে ত্রাণবন্টনের বন্দোবস্ত করা হয়। কিন্তু সেই ত্রাণ নিয়ে এবার অভিযোগ তুলল বিজেপি। উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমূলপুর পঞ্চায়েতের বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ আমফান ত্রাণবন্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক। পরোক্ষে ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে।
 

মূলত তালিকা তৈরীর পর সেই তালিকায় সরকার ও বিরোধী উভয়পক্ষের সই থাকতে হয়। এরপর তা পাঠানো হয় বিডিওর কাছে। বিডিওর কাছ থেকে আসা তালিকা প্রকাশ করে পঞ্চায়েত কিংবা তা পঞ্চায়েত সদস্যদের দেওয়া হয়। শিমূলপুর পঞ্চায়েতের প্রধান কণা গুহের দাবি তিনি তালিকা বিজেপির পঞ্চায়েত সদস্যকে দেওয়া সত্ত্বেও তা চাওয়া হচ্ছে। তার আরও দাবি বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলে তাঁদের বুঝিয়ে বলেছেন। বিজেপির ত্রাণে দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। 
 

বৃহস্পতিবার সাত দফা দাবিতে শিমূলপুর পঞ্চায়েতে স্মারকলিপি জমা দেয় বিজেপি। তারা বারবার আমফানের ত্রাণ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন পঞ্চায়েতের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ প্রয়োজন নেই এমন বহু মানুষ ত্রাণ পেয়েছেন অপরদিকে বঞ্চিত হয়েছেন যাদের সত্যিই ত্রাণের প্রয়োজন তারা। অভিযোগ ত্রাণের টাকা দিয়ে বাড়ি পাকা করা হয়েছে, তোলা হয়েছে দোতলা।

যদিও প্রধানের অভিযোগ এমন কিছুই হয়নি। তনি সবকিছু খতিয়ে দেখেই ত্রাণ মঞ্জুর করেছেন। এদিন এই ডেপুটেশনে অভিযোগ তোলা হয় রেশন ও রেশন কার্ড বন্টন নিয়েও। তবে সে অভিযোগও কার্যত উড়িয়ে দিয়েছেন প্রধান। তাঁর দাবি রেশন সমবন্টন হয়েছে। পরে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি থেকে এই অভিযোগ তুলে নিতে চাওয়া হয় বলেও তাঁর দাবি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *