চার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ, পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিল ইডি

চার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ, পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিল ইডি

কলকাতা:  ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’ মামলায় এবার তৎপর ইডি৷ এই প্রথম হানা দিল কোনও পঞ্চায়েত কর্মীর (প্রাক্তন) বাড়িতে৷ মঙ্গলবার সকালে ইডি-র হানা নিয়ে শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের নওদায়। 

এদিন সকাল ৯টা নাগাদ বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় পৌঁছয় পাঁচ ইডি আধিকারিকের একটি দল৷ হানা দেন রথীন দে’র বাড়িতে। দীর্ঘ সময় নওদা পঞ্চায়েতের কর্মী ছিলেন তিনি৷ ইডি আধিকারিকরা ভিতরে ঢোকার পরই বাইরে থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ নির্মাণ সহায়ক রথীনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত  আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। তিনি ১০০ দিনের কাজের প্রকল্প থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ৷ সেই টাকা নিজের এবং পরিবারের এক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত রাখেন রথীন। এই অভিযোগ উঠার পরই তাঁকে সাসপেন্ড করা হয়৷ এদিন রথীনের পাশারাশি তাঁর গাড়ির চালক থেকে পরিবারের প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷  ইডির পাঁচ আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *