কলকাতা: পুজোর আগেই তিন কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষে আরো চার জায়গায় উপনির্বাচন সংঘটিত হবে। তারপর হওয়ার কথা পুরসভার নির্বাচন। তার দিনক্ষণ এখনো ঠিক না হলেও সূত্রের খবর আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে এই নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন কলকাতা, হাওড়া এবং বিধাননগরের তৃণমূল কাউন্সিলররা। সব ঠিক থাকলে বছর শেষে আবার নির্বাচনের দামামা বাজবে।
২০২০ সালের এপ্রিল মাসে কলকাতা পুরসভা সহ রাজ্যের পুরভোটের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির জন্য তখন নির্বাচন সংগঠন করা সম্ভব হয়নি। ওদিকে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৮ সালে এবং বিধানসভা পুরসভার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে। সেই প্রেক্ষিতে চলতি বছর এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরো ভোট করাতে চেয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেটাও সম্ভব হয়নি। তবে এখন আপাতত রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচন সংগঠন করা সম্ভব হয়েছে। তাই আগামী ডিসেম্বর মাসের পুরভোট করে দিতে চাইছে নির্বাচন কমিশন। তাদের অনুমান, এই সময় আর বড় রকমের কোন সমস্যা হবে না। এদিকে ডিসেম্বরে পুরভোট হচ্ছে ধরে নিয়েই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির। এখন আপাতত ৪ কেন্দ্রের উপনির্বাচন নিয়ে প্রস্তুতি চললেও, পুরসভার নির্বাচন নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরে।
নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে যে পুরসভার ভোট করাতে যে পরিকাঠামো দরকার তার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন রাজ্য সরকার সবুজ সঙ্কেত দিলেই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে বলে অনুমান করা যাচ্ছে। প্রসঙ্গত বর্তমানে, কলকাতা, হাওড়া এবং বিধাননগর সহ রাজ্যের প্রায় ১২৮ টি পুরসভায় রাজ্য সরকার পুর প্রশাসক নিয়োগ করেছে।