পুজোর আগেই পুরভোট! সম্ভাবনা প্রবল

পুজোর আগেই পুরভোট! সম্ভাবনা প্রবল

কলকাতা: দেশ তথা রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি আগের তুলনায় স্বস্তি দিলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বাংলায় আট দফা বিধানসভা নির্বাচনের জন্য করোনা সংক্রমণ বেড়েছিল বলেই এর আগে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তাই এবার বকেয়া পুরভোট করাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। হয়তো পুজোর আগেই হয়ে যেতে পারে নির্বাচন।

পুজোর আগেই রাজ্যের ১১৬টি পুরসভার নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তরের কর্তারা এই নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন বলে ওই দফতর সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে নির্বাচন করাতে কোনও অসুবিধা হবে কিনা, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামতও চাওয়া হয়েছিল। কমিশন ভোট করাতে অসুবিধা নেই বলে জানিয়ে দিয়েছে। কাজেই করোনা সংক্রমণ ফের মাথাচাড়া না দিলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে বকেয়া পুরভোট শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- প্রতিশোধমূলক আচরণ, অফিসারদের বিচলিত করার চক্রান্ত, আলাপন ইস্যুতে তোপ সৌগতর

গত বছর করোনা ভাইরাস পরিস্থিতির জন্যই পুরভোট সম্পন্ন করা সম্ভব হয়নি। লকডাউন কার্যকরী হওয়ার কারণে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত একাধিক পরিষেবা বন্ধ ছিল। তারপর পরিস্থিতি কিছু স্বাভাবিক হলেও পুরভোট করানো যায়নি কারণ বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে এসেছিল। তবে সেই ভোটের কিছুটা আগে থেকে রাজ্যে তথা দেশে ফের এক দফা বাড়ছে শুরু করে ভাইরাস সংক্রমণ। পরবর্তী ক্ষেত্রে দেশের কী অবস্থা হয়েছে করোনা দ্বিতীয় ঢেউয়ে তা সকলের জানা। তাই পুরভোট নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি এতদিনে। কিন্তু এখন এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর রাজ্যের পুরভোট নিয়ে বেশি দেরী করতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =