হঠাৎ অনিশ্চিত পুরভোট! এখনই বিজ্ঞপ্তি জারি করছে না কমিশন

হঠাৎ অনিশ্চিত পুরভোট! এখনই বিজ্ঞপ্তি জারি করছে না কমিশন

কলকাতা: প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন। মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল যে আগামী মাসের ১৯ তারিখ হবে কলকাতা এবং হাওড়ার পুরভোট। কিন্তু এখন হঠাৎ করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই নির্বাচন নিয়ে। এখনই বিজ্ঞপ্তি জারি করছে না নির্বাচন কমিশন। তাই আপাতত বলা যাচ্ছে না যে আগামী মাসের নির্ধারিত দিনে পুরভোট হবে কী হবে না।

আসলে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই পুরভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভোট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি যতদিন চলবে ততদিন পুরভোট সংক্রান্ত কোনও রকম বিজ্ঞপ্তি তারা জারি করবে না। তাই আপাতত অনিশ্চিত হয়ে গেল আগামী মাসের পুরভোট। তবে ঠিক কী নিয়ে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা? মামলার মূল বিষয়বস্তু ছিল, রাজ্যের সব পুরসভার ভোট কেন একসঙ্গে করানো হচ্ছে না। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন। তার উত্তরে কমিশনের আইনজীবী জানিয়েছেন যে এই বিষয়ে তারা হলফনামা জমা দেবেন। একইসঙ্গে বলেছেন যে মামলার শুনানি চলাকালীন ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে না।

কিছুদিন আগেই রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়েছিল নির্বাচন কমিশন এবং সেই প্রস্তাব মেনে মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল যে ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরভোট হবে। জানা গিয়েছিল যে, বিরোধীরা একসঙ্গে নির্বাচন এবং গণনা করার দাবি জানালেও আপাতত কলকাতার ১৪৪ টি ওয়ার্ড এবং হাওড়ার ৫০ টি ওয়ার্ডে নির্বাচন হবে। আগামী ২৫ নভেম্বর এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট দিনে বিজ্ঞপ্তি প্রকাশ করবে না রাজ্য নির্বাচন কমিশন। অবশেষে নির্ধারিত দিনে ভোট হয় কিনা এখন সেটাই দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =