কলকাতা: বাংলায় নতুন করে আক্রান্ত সংখ্যায় বিরাট বৃদ্ধি দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। বৃহস্পতিবার তা পৌঁছে গিয়েছিল প্রায় সাড়ে ৭৫০-র কাছে। তবে শুক্রবার তা কিঞ্চিত কমল। তবে চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে আজ আবার একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৭.০৪ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৭৮ শতাংশ।
আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৪ হাজার ২৪৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২১৪ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৯ হাজার ৫৫০ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩২৭ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ০৫ হাজার ৯৫৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে কিছুদিন আগে আবার কলকাতায় পোলিওর জীবাণুর হদিশ মিলেছিল। মেটিয়াবুরুজ এলাকায় এক নর্দমায় এই জীবাণূ মেলে। করোনা আবহে এই খবর আরও ব্যাপক আতঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য। তবে শুধু কলকাতায় নয়, লন্ডনেও পাওয়া গিয়েছে পোলিওর জীবাণূ বলে খবর। তবে কোথা থেকে এই ভাইরাস এসেছে এবং তা ছড়িয়ে পড়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হঠাৎ করেই ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে টাইপ টু পোলিও ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের কোন খোঁজ মেলেনি।