১৫০ ছাড়াল শহরের আক্রান্ত, সুস্থতা নিয়ে স্বস্তি বাংলায়

১৫০ ছাড়াল শহরের আক্রান্ত, সুস্থতা নিয়ে স্বস্তি বাংলায়

কলকাতা: করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে চিন্তা থাকলেও বাংলায় সুস্থতার সংখ্যা এবং হার দুটোই আশা জাগাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি রাজ্যে। এদিকে সুস্থতার হার এই মুহূর্তে দাঁড়িয়েছে ৯৮.৩৩ শতাংশ। সব মিলিয়ে বছর শেষে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারছে বাংলার মানুষ। তবে এই স্বস্তি বজায় থাকবে এটাই কাম্য।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬৭ এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের ও সুস্থ হয়েছেন ৫৭১ জন। আক্রান্তদের মধ্যে ১৬৫ জন শহর কলকাতার এবং ৯৫ জন উত্তর ২৪ পরগনার। সব মিলিয়ে রাজ্যের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৩৭০ এবং মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লক্ষ ৯৪ হাজার ২৩০ জন। পাশাপাশি ভাইরাস আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে রাজ্যের ১৯ হাজার ৫৭৫ জনের।

এদিকে, নয়া করোনা প্রজাতি প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে নির্দেশ দিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সৌমিত্র মোহন জানিয়েছেন, বিমানবন্দরে আরটিপিসিআর নেগেটিভ আসা আন্তর্জতিক বিমানের যাত্রীদের এক সপ্তাহের জন্য নিভৃতবাসে থাকতে বলা হচ্ছে। ওই যাত্রীদের তালিকা সংশ্লিষ্ট জেলাশাসক ও কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওই সব যাত্রীদের শারীরিক অবস্থা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে নিয়মিত খোঁজ খবর নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =

গ্রাফ কিছুটা নিম্নমুখী বাংলায়, একদিনে সুস্থতার সংখ্যা স্বস্তির

গ্রাফ কিছুটা নিম্নমুখী বাংলায়, একদিনে সুস্থতার সংখ্যা স্বস্তির

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ কিছুটা কমল। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা এখনও যাচ্ছে না। আজও কলকাতায় আক্রান্ত প্রায় ২০০-র ওপর! তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। একই সময়ে সুস্থ ৮০৭ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২২৯ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১৪২ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানে ৬৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৭ হাজার ২৬০ জন। 

অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৬০ হাজার ৩২৫ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ০৬৬ জন। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। উল্লেখ্য, দুর্গা পুজো মিটতেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 19 =

কলকাতার সংক্রমণ ২০০-র ওপরেই! চিন্তা বাড়াচ্ছে বঙ্গের করোনা গ্রাফ

কলকাতার সংক্রমণ ২০০-র ওপরেই! চিন্তা বাড়াচ্ছে বঙ্গের করোনা গ্রাফ

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ অনেকটাই বেশি। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা এখনও যাচ্ছে না। আজও কলকাতায় আক্রান্ত প্রায় ২০০-র ওপর! তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। একই সময়ে সুস্থ ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩২ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১৪৩ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে ৮২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৯ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৬৪৬ জন। অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ০৯০ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ০২১ জন। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। একই সময় ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১ জন। পাশাপাশি, মাত্র ২৭৯ দিনে টিকাকরণে ১০০ কোটির মাইলফলক পার করেছে ভারতবর্ষ৷ আপাতত বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রথম ১০ কোটি টিকাকরণ হতে সময় নিয়েছিল ৮৫ দিন। যা সর্বোচ্চ। আর সবথেকে কম সময়ে ১০ কোটি টিকাকরণ হয়েছে ১১ দিনে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =