কলকাতা: প্রত্যেকদিন রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কোন কোন দিন স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী আবার কোন কোন দিন আতঙ্ক সৃষ্টি হচ্ছে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায়। আজ যেমন এক লাফে অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। মূলত তিনটি জেলার রাজ্যের ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে। এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়ি এবং কলকাতা।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭২৯ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৯ জন, জলপাইগুড়িতে আক্রান্ত ৭৮ এবং শহর কলকাতায় আক্রান্ত ৫৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ০২৪ জনে। এদিকে এই একই সময়ে রাজ্যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন ৭৫৬ জন। ফলে বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জনে। বাংলার এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ।
আরও পড়ুন- খুদের বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্টাফ স্পেশাল ক্যানিং লোকাল
এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। সোমবার যা ছিল ৪০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৪২২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৮ হাজার ৮৮৭ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দেশের ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের। তবে টিকাকরণ নিয়ে চিন্তা থেকে যাচ্ছে কারণ টিকাকরণের গতি খুব একটা বাড়ছে না। আপাতত দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪।