একদিনেই বদলে গেল রাজ্যের করোনা পরিস্থিতি! চিন্তা বাড়াচ্ছে কয়েকটি জেলা

একদিনেই বদলে গেল রাজ্যের করোনা পরিস্থিতি! চিন্তা বাড়াচ্ছে কয়েকটি জেলা

f202cbb15513fe287293ff0d979cdce6

কলকাতা: প্রত্যেকদিন রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কোন কোন দিন স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী আবার কোন কোন দিন আতঙ্ক সৃষ্টি হচ্ছে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায়। আজ যেমন এক লাফে অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। মূলত তিনটি জেলার রাজ্যের ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে। এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়ি এবং কলকাতা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত‌ ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭২৯ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৯ জন, জলপাইগুড়িতে আক্রান্ত ৭৮ এবং শহর কলকাতায় আক্রান্ত ৫৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ০২৪ জনে। এদিকে এই একই সময়ে রাজ্যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন ৭৫৬ জন। ফলে বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জনে। বাংলার এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ।

আরও পড়ুন- খুদের বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্টাফ স্পেশাল ক্যানিং লোকাল

এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। সোমবার যা ছিল ৪০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৪২২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৮ হাজার ৮৮৭ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দেশের ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের। তবে টিকাকরণ নিয়ে চিন্তা থেকে যাচ্ছে কারণ টিকাকরণের গতি খুব একটা বাড়ছে না। আপাতত দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুস্থতার হার বাড়ছে! রাজ্যে একদিনে সুস্থ ১৯,০০০-এর বেশি

সুস্থতার হার বাড়ছে! রাজ্যে একদিনে সুস্থ ১৯,০০০-এর বেশি

5fdfdf6de529db4937db0c7ce2334bce

কলকাতা: ইঙ্গিত অনেক আগেই মিলেছিল যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা জটিল হবে। সেই প্রেক্ষিতে সংক্রমণ এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে বিগত কয়েকদিন ধরে কিছুটা হলেও আশার আলো দেখছে রাজ্যবাসী কারণ সুস্থতার হার বাড়ছে এবং দিন প্রতি সুস্থের সংখ্যা। এদিনও তার ব্যতিক্রম হল না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৩১ জন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সুস্থতার হার ৮৬.৫৭ শতাংশ। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৭৭ জন, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৮৪। এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৩ হাজার ১১৭ জন, এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৭২৮ জনের। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৪,০৯১ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। এদিকে, কলকাতায় একদিনে ৩,৯৮৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৪ জনের। অন্যদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন। মোটামুটি বিগত কয়েকদিন ধরেই সংক্রমণ এবং সুস্থতার সংখ্যা গায়ে গায়ে থাকছে, এতেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। 

দেশবাসীকে কিছুটা হলেও আশ্বস্ত করে কেমব্রিজ জানিয়েছে, ইতিমধ্যে ভারতে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ শিখর ছুঁয়ে ফেলেছে। তাই আগামী কয়েকদিনের মধ্যে সংক্রমণের মাত্রা কমতে শুরু করবে গোটা দেশজুড়ে। যদিও সামগ্রিকভাবে পরিস্থিতির বদল ঘটলেও বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ এবং মৃত্যুর হার থাকবে ঊর্ধ্বমুখী, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে তাদের গবেষণাপত্রে। তবে ICMR আবার বলছে, এখন ভারতের তিন-চতুর্থাংশ জেলায় করোনাভাইরাসের পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি রয়েছে। এইসব জায়গার মধ্যে রয়েছে নয়াদিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর মত শহর। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে যদি এই জায়গাগুলিতে ইতিমধ্যে লকডাউন কার্যকরী না করা হয় তাহলে সংক্রমণ আগামী কয়েক দিনের মধ্যে আরো বৃদ্ধি পাবে। সেই কারণে ইচ্ছা না থাকলেও দেশজুড়ে লকডাউন কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছে ICMR। সংক্রমণ রুখতে ৬ থেকে ৮ সপ্তাহের জন্য কড়া লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একদিনে সংক্রামিত প্রায় ২৮০০, মৃত্যু ৭! ভাইরাস ত্রাস ফের বাড়ছে বাংলায়

একদিনে সংক্রামিত প্রায় ২৮০০, মৃত্যু ৭! ভাইরাস ত্রাস ফের বাড়ছে বাংলায়

939b14ccdc3d845128a886896ac628a0

কলকাতা: দেখতে দেখতে পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২৭৮৩ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘন্টায় ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৯৫৭ জন। যদিও দিনপ্রতি সংক্রমণ নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর। পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে কলকাতা। ‌ সেখানে একদিনে সংক্রামিতর সংখ্যা ৪৩০ জন! যদিও সুস্থতার হার এখনো ৯০ শতাংশের ওপর।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬,০২,৮০৭ জন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৭৬,৩২৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০,৩৭০ জন। এদিকে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৬,১০৯ জন। কলকাতার পর সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার, সেখানে একদিনের সংক্রামিত হয়েছেন ৪০০ জন। তার পরেই রয়েছে হাওড়া (১২৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৬), পশ্চিম বর্ধমান (১০১), হুগলি (৯১)। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন৷ পাশাপাশি বাড়ল একদিনে মৃত্যুর সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের৷ এর আগে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৩০৷  

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৯ লক্ষ মানুষ৷ ব্রাজিল ও আমেরিকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারত৷ ভারতে রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে মহারাষ্ট্রে৷ মহারাষ্ট্রের পাশাপাশি পঞ্জাবেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা৷ জারি করা হয়েছে নাইট কারফিউ৷ এরই মধ্যে গতকাল ডোজ না মেলায় মহারাষ্ট্রে থমকে যায় টিকাকরণ কর্মসূচি৷ সাতারা এবং পানভেল জেলায় বন্ধ রয়েছে টেস্টিং৷ টিকার যোগান না থাকায় পুণেতে ১০০-র উপরে ভ্যাকসিন সেন্টার বন্ধ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *