২ সদ্যোজাতের শরীরে করোনার অ্যান্টিবডি, উদ্বেগ বাড়ছে বাংলায়!

একজনের বয়স মাত্র ৬ দিন, অন্যজনের মাত্র ১৩ দিন।

 

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার মধ্যেই নতুন প্রজাতির করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যে এবার আরো উদ্বেগের খবর। জানা গিয়েছে, এই রাজ্যে দুই সদ্যজাতের শরীরে মিলেছে করোনাভাইরাস অ্যান্টিবডি। এদের মধ্যে এক সদ্যজাত হলদিয়ার, অন্যজন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের। একজনের বয়স মাত্র ৬ দিন, অন্যজনের মাত্র ১৩ দিন।

এতদিন ধারণা করা হচ্ছিল যে সদ্যোজাত শিশুদের হয়তো করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা তুলনায় অনেকটাই কম। কিন্তু যে খবর সামনে এলো তাতে অবশ্যই চিকিৎসক এবং গবেষকরা ধন্দে পড়ে যাবেন এবং তাদের নতুনভাবে গবেষণা শুরু করতে হবে। জানা গিয়েছে হাসপাতালে ভর্তি হবার আগে দুজন প্রসূতির করোনাভাইরাস পরীক্ষা করানো হয়নি। অতএব এখন যেহেতু দুইজন সদ্যোজাতের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, তাই এমনটাই ধারণা করা হচ্ছে যে গর্ভস্থ অবস্থাতেই তারা কোনোভাবেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছিল। তাই এখন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা কোলাঘাটের হাসপাতালে নিকুতে চিকিৎসাধীন। খবর মিলেছে, অন্যান্য সমস্যা থাকায় এই দুই সদ্যজাতের অবস্থা অন্যদের তুলনায় কিছুটা হলেও খারাপ। 

হাসপাতালে ওই দুই শিশুর চিকিৎসা করছেন সেই চিকিৎসক জানাচ্ছেন, এক্ষেত্রে দুই ধরনের সম্ভাবনা হতে পারে। এক, যেহেতু দুই প্রসূতির করোনাভাইরাস পরীক্ষা করানো হয়নি তাই গর্ভস্থ অবস্থাতেই সেই ভাইরাস সংক্রমিত হয়েছে তারা। অথবা, জন্মগ্রহণের পর এই কোনভাবে করানা ভাইরাস সংক্রমিত হয়েছিল দুজনে। চিকিৎসক জানাচ্ছেন, নয় দিনের মাথায় এক শিশুর হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় এবং এক্সরে করলে দেখা যায় প্রাপ্তবয়স্ক কোনো করোনা আক্রান্ত ব্যক্তির যেরকম এক্সরে মিলবে, ঠিক সেই রকমই এই শিশুর ক্ষেত্রেও। তাই তারা ধারণা করেন যে এই দুই শিশু করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা করালে তাদের দুজনের শরীরে করোনাভাইরাস অ্যান্টিবডি মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *