কলকাতা: এখন ঘোষণা হয়নি নির্বাচন৷ তার আগে ভোটের উত্তাপে তপ্ত বাংলা৷ করোনা আবহে বিহারের মতো এবার বাংলার হতে চলেছে গণতন্ত্রণের উৎসব৷ করোনাকালে বিহার নির্বাচনে বিজেপিজোটের প্রধান অস্ত্র ছিল ফ্রিতে করোনা টিকা বণ্টন৷ এবার প্রতিবেশী রাজ্যের মতো বাংলায় সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি এখনও না মিললেও করোনা টিকা নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ কর্মীদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার আশ্বাসের পর এবার পুর কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী৷
করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুরকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে দুয়ারে দরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি বলেন, পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ লকডাউনের সময় তিন লাখ ৮১ হাজার ৬০৪ জন শ্রমিককে নতুন জব কার্ড দেওয়া ছাড়াও ৬৪ লাখ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী এইদিন চোখের আলো প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান নামে দুটি বই ও প্রকাশ করেন তিনি।
যদিও এর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রথব পর্বে ৩ কোটি করোনা যোদ্ধাকে ফ্রিতে টিকা দেবে কেন্দ্র৷ প্রথম পর্বে ৩ কোটি টিকার খরচ রাজ্যগুলি দিতে হবে৷ পরবর্তী ধাপে কাদের, কীভাবে টিকা দেওয়া হবে, তা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু, সেই বৈঠকের আগে পুরকর্মীদের ফ্রিতে টিকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷