সংক্রমণ একদম তলানিতে, রাজ্যের কোভিড গ্রাফ বড় স্বস্তি দিল

সংক্রমণ একদম তলানিতে, রাজ্যের কোভিড গ্রাফ বড় স্বস্তি দিল

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ সোমবার আরও তলানিতে নেমে গিয়েছে। ডেঙ্গি সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে যে আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে করোনা গ্রাফের তলানিতে চলে যাওয়া স্বস্তির বিষয়। আজ রাজ্যে ২০-র নীচে সংক্রমণ, মৃত্যুও শূন্য। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা ৪০ ছাড়িয়ে গিয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। তবুও কোভিডকে যে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি সেটাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- কী কী উপসর্গ দেখলে ডেঙ্গি রোগীকে হাসপাতালে ভর্তি করবেন? কী বলছেন চিকিৎসকরা?

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২২৬ জন। এদিকে, রাজ্য আজ কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪১ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৩১৩ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৩ হাজার ৭৬১ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.৩৭ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =