কলকাতা: বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা পুর নিগম। বেসরকারি ল্যাবরেটরিগুলির রিপোর্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কলকাতা পুর নিগমের বিদায়ী ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের বিদায়ী মেয়র পারিষদ অতীন ঘোষ। একইভাবে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন পুরমন্ত্রী তথা কলকাতা পুর নিগম প্রশাসক ফিরহাদ হাকিম।
কলকাতা পুর নিগমের তরফ ইতিমধ্যে বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফরের কাছে জানানো হয়েছে। অন্যদিকে, এরমধ্যে বেসরকারি ল্যাবগুলি থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তা পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন জানানো হয়েছে কলকাতা পুর নিগমের তরফে। এ বিষয়ে অতীন বাবুর অভিযোগ, শহরের বেসরকারি ল্যাবরেটরিগুলির একাংশের নমুনা পরীক্ষা করতে গেলে ১০০ শতাংশ পজিটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে। যা অস্বাভাবিক বলে মনে করছেন তিনি। তাই এই রিপোর্টগুলি পুনরায় পরীক্ষা করে দেখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করেছে কলকাতা পুর নিগম।
তবে শুধুমাত্র করোনা পরীক্ষার ক্ষেত্রেই নয়, ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রেও বেসরকারি ল্যাবগুলির গাফিলতি আছে বলেই অভিযোগ করেন অতীন ঘোষ। তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেও সঠিক রিপোর্ট দেয় না ল্যাবরেটরিগুলি। সেক্ষেত্রে অতীতে স্বাস্থ্য দফতর হস্তক্ষেপ করেছে। বেসরকারি ল্যাবরেটরিগুলির পরিকাঠামো খতিয়ে দেখেছে স্বাস্থ্য দফতর। এবার করোনা পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে বেসরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ও স্বচ্ছতা খতিয়ে দেখার দাবি করেন তিনি। বেসরকারি ল্যাবগুলি বেশি আর্থিক মুনাফা কামাতেই সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করছে বলেই আশঙ্কা প্রকাশ করছে কলকাতা পুর নিগম।