কারোর দেহে মেলেনি করোনার নতুন স্ট্রেন, নতুন বছরে সুখবর শোনালো স্বাস্থ্য় দফতর

কারোর দেহে মেলেনি করোনার নতুন স্ট্রেন, নতুন বছরে সুখবর শোনালো স্বাস্থ্য় দফতর

কলকাতা: নতুন বছরে স্বস্তির খবর৷ রাজ্যে এখনও পর্যন্ত কারোর শরীরে করোনার পরিবর্তিত নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া যায়নি৷ এমনটাই জানাল স্বাস্থ্য দফতর৷  ডিসেম্বরের মাঝে ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন এক তরুণ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যায়, ওই তরুণ ও বিমানে তাঁর সহযাত্রী সহ মোট ৭ জনের নমুনা পাঠানো হয় কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্সে। সেখানে ৬ জনের ফল নেগেটিভ আসে। একজনের পরীক্ষা রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হওয়ায়, তা পাঠানো হয় দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজে। এরপর কলকাতা মেডিক্যালে আইসোলেশনে রাখা হয় ওই তরুণকে।

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন,  লন্ডন ফেরত এক যুবকের শরীরে নতুন স্ট্রেন এর প্রাথমিক লক্ষন পাওয়া গেলেও কল্যানীর জেনোমিক স্টাডি ইন্সটিটিউটে তার লালারসের নমুনা পরীক্ষা করা হলে তিনি এই রোগে আক্রান্ত হননি বলে জানা গিয়েছে । একইসঙ্গে তার সংস্পর্শে আসা যে ৫৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের মধ্যে ২২০ জনের আরটিপিসিআর পরীক্ষা করা হয়। তবে কারোর শরীরেই নতুন স্ট্রেনের সন্ধান মেলেনি বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য গত বছরের একদম শেষ দিকে লন্ডন ফেরত এক যুবক নতুন স্ট্রেনে সংক্রমিত হলেও স্বাস্থ্য দপ্তর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় তা ছড়িয়ে পড়েনি।

প্রসঙ্গত, ব্রিটেনে পাওয়া গিয়েছিল করোনার নতুন স্ট্রেন। এবার মিলল জাপানে। গত কয়েকদিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিয়োয় আছেন। তাঁদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সকলের শরীরেই করোনা ভাইরাস মিলেছে। বিমানবন্দরে থেকেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =