আরও বাড়িয়ে দেওয়া হল রাজ্যের করোনা নিয়ম বিধি! ট্রেন আপাতত বন্ধই

আরও বাড়িয়ে দেওয়া হল রাজ্যের করোনা নিয়ম বিধি! ট্রেন আপাতত বন্ধই

954093569cc68e3a82fc505e7c5a05f6

কলকাতা: আরো বেশ কয়েকদিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল রাজ্যের করোনাভাইরাস বিধি-নিষেধ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা, যেখানে বলা হয়েছে ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। ১৫ অগাস্ট পর্যন্ত করোনাভাইরাস বিধি-নিষেধ বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। যদিও লোকাল ট্রেন চলবে কী চলবে না সেই ব্যাপারে এখনো কোনো রকম নির্দেশ আসেনি। তাই ধরে নেওয়া যায় যে আপাতত লোকাল ট্রেন বন্ধই থাকছে।

যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ন্ত্রণ বিধির মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। একই সঙ্গে নাইট কার্ফুতে কড়াকড়ি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। সেই বিধি কার্যকর ছিল ৩০ জুলাই পর্যন্ত। তবে আজ সেই বিধিনিষেধের মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জরুরি পরিষেবা ছাড়া এই সময় কেউ বাড়ির বাইরে বেরতে পারবে না। একই সঙ্গে মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না, সে ব্যাপারেও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিবৃতিতে। 

আরও পড়ুন- নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

প্রসঙ্গত আগেই,  জেলাগুলিতে রাতের বেলা নজরদারি বাড়ানোর জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশ দিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি করেছে রাজ্য সরকার। জরুরী পরিষেবা ছাড়া এই সময় সাধারণ মানুষের বাইরে বেরোনো একেবারেই বন্ধ। কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের বেলা বহু মানুষ করোনাভাইরাস নিয়ম বিধি লঙ্ঘন করছেন। এমনকি রাত পর্যন্ত খোলা থাকছে অনেক বার এবং রেস্তোরাঁ। সেই প্রেক্ষিতেই নাইট কার্ফু আরো কড়া করার কথা ভেবেছিল নবান্ন। সেই প্রেক্ষিতেই পদক্ষেপ নেওয়া হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *