কলকাতা: এ রাজ্যে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে কমতে শুরু করেছে বলে রাজ্য সরকার দাবি করেছে। পাশাপাশি সুস্থতার হারও সারা দেশের তুলনায় অনেকটাই বেড়েছে বলে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দেন দিয়ে তিনি জানান, এ রাজ্যে প্রতিদিন গড়ে ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। রবিবার পর্যন্ত মোট ৪ লক্ষ ১ হাজার ৪৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।অন্যদিকে রাজ্যে ৮২৯৭ জন মানুষ করোনা তেকে সুস্থ হয়েছেন। মোট আক্রান্তের ৬০% মানুষই সেরে উঠেছেন বলে তাঁর দাবি । প্রসঙ্গত, গোটা দেশের পরিসংখ্যানের নিরিখে করোনায় সুস্থ হওয়ার হার ৫৫%।মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার মত স্বাস্থ্যবিধি মেনে চললে রাজ্যের পরিস্থিতির আরও দ্রুত উন্নতি হবে বলে তিনি আশাবাদী।
এদিকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত রাজ্যে নতুন করে আরও ৪১৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৩৫৮। অন্যদিকে এই সময়ে আরো ১৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ৭ জন কলকাতার বাসিন্দা। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মৃতের সংখ্যা বেড়ে হল ৫৬৯। যার মধ্যে ৩৩৬ জন কলকাতার বাসিন্দা।বর্তমানে পাঁচ হাজার ১০২ জন করোনা আক্রান্ত রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় আরো ৩৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ৮ হাজার ৬৮৭ জন রোগী আরোগ্য লাভ করলেন। জাতীয় রেকর্ড ছাপিয়ে সুস্থতার হার ৬০ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হল।