কলকাতা: কুসংস্কারের ঘেরাটোপে আটকে একুশ শতক৷ যে করোনা প্রতিদিন লাখ লাখ মানুষের প্রাণ কাড়ছে, শহরের বুকে চলল সেই ভাইরাসের বন্দনা! মাতৃ রূপে পুজো করা হল করোনাকে৷
শুক্রবার প্রশাসনের নাকের ডগায় মহানগরের প্রাণকেন্দ্র ময়দানের রেঞ্জার্স গ্রাউন্ডে মাটি খুঁড়ে চলল করোনা পুজো৷ তবে শুধু শহর কলকাতা নয়, এদিন পশ্চিম বর্ধমানের অন্ডালের সিংহারন নদীর তীরে করনো মাতার পুজো করলেন এলাকার মহিলারা৷ আবার আসানসোলের রেলপাড়া এলাকায় লুমিয়া নদীর তীরে দেখা যায় একই ছবি৷
করোনা হাত থেকে বাঁচতেই নাকি এই করোনা পুজো৷ এদিন খাস কলকাতায় রেঞ্জার্স গ্রাউন্ডে গান্ধী মূর্তির ঠিক সামনে বসে করোনা পুজোর আসর৷ মাটি খুঁজে ফুল দিয়ে চলে পুজোর আয়োজন৷ সেখানে সোশ্যাল ডিস্টেনসিংয়ের কোনও বালাই ছিল না৷ না ছিল মুখের মাস্ক৷ তাঁদের বক্তব্য, কোভিড-১৯ থেকে বাঁচতেই এই করোনা পুজো৷ এই পুজো করলে আর কেউ করোনা আক্রান্ত হবে না৷ করোনার হাত থেকে মিলবে রেহাই৷
আবার অন্ডালের সিংহারন নদীর করোনা পুজো করতে আসা এক মহিলা জানান, দু’জন দিনমজুর মহিলা সিংহারন নদীর তীরে গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটা গরুকে দেখে ভয় পেয়ে পালাতে থাকেন তাঁরা। ঠিক সেই মুহূর্তেই নাকি ওই গরুটি একটি নারীর রূপ ধারণ করেন৷ জানায়, সে “করোনা” মা৷ পুজো করলেই চলে যাব। সে নাকি বলে, আমার পুজো হচ্ছে না বলেই আমি রুষ্ট৷ সকলকে কষ্ট দিচ্ছি। ‘করোনা’ মা তার পুজোর বিশেষ উপাচারের পদ্ধতিও নাকি বলে গিয়েছেন৷ এমনটাই জানিয়েছেন ওই মহিলা। তার আদেশ মতোই সকাল থেকে নদীর তীরে শুরু হয় করোনা মায়ের পুজো৷
একবিংশ শতাব্দী দাঁড়িয়েও মানুষ যে কতখানি কুসংস্কার ও অন্ধবিশ্বাসে আচ্ছন্ন, তা আরও একবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল এই ঘটনা৷