কলকাতা: দূষণ থেকে বাঁচতে মাস্কের ব্যবহার চল জনপ্রিয়তা আগেই পয়েছিল৷ এবার করোনা আতঙ্কের জেরে খাস কলকাতায় মাস্কের বিক্রি রাতারাতি হু হু করে বেড়েছে৷ সাধারণ মাস্ক থেকে শুরু করে বিজ্ঞানসম্মত ‘এন-৯৫’ মাস্কের বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে৷ রাতারাতি ‘এন-৯৫’ মাস্কের চাহিদা বাড়তেই কলকাতার বিভিন্ন প্রান্ত শুরু হয়েছে কালোবাজারি৷ যে মাস্ক খোলা বাজারে ১০০ টাকা দাম ছিল, তা এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়৷ রাতারাতি ১০০টাকার মাস্ক হাঁকিয়ে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়৷
জানা গিয়েছে, করোনা আতঙ্কের সুযোগ নিয়ে পাইকারি বাজারে ‘এন-৯৫’ মাস্কের দাম চওড়া হতে শুরু করেছে৷ আর বাধ্য হয়ে চড়া দামে ‘এন-৯৫’ মাস্ক কিনছেন জনতা৷ পাইকারি ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক হারে অর্ডার সামাল দিতে দ্রুত উৎপান করতে হচ্ছে৷ তাতে বাড়ছে খরচ৷ আর সেই কারণে বাড়ছে দাম৷
গত দু’মাসে আড়াই লক্ষ ‘এন-৯৫’ মাস্কের বরাত সামল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের৷ ‘এন-৯৫’ মাস্কের জন্য বাগরি মার্কেটের চিন থেকে আসছে অর্ডার৷ অর্ডারের পরিমাণ ৫ থেকে ১০ লক্ষ পিস৷ চিনের অর্ডার সামল দিতে নাওয়া খাওয়া ভুলেছেন ব্যবসায়ীরা৷