কলকাতার SBI সদর দফতরে করোনা সংক্রমণ, বন্ধ অফিস

কলকাতার SBI সদর দফতরে করোনা সংক্রমণ, বন্ধ অফিস

কলকাতা: বাড়ছে উদ্বোগ৷ ভারতীয় জাদুঘরের পর এবার করোনা থানা এসবিআইয়ের সদর দপ্তরে৷ করো না সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে এসবি আইয়ের সদর দপ্তরের একাংশ৷ করোনা আক্রান্ত হয়েছেন এসবিআইয়ের এক আধিকারিক৷ ডিসান হাসপাতালে ভর্তি রয়েছেন ওই এসবিআই আধিকারিককে৷ সংক্রমনের জেরে ইতিমধ্যেই সর্তকতা শুরু হয়েছে এসবিআই দপ্তরে৷

কীভাবে ওই আধিকারিক করোনা সংক্রমিত হলে তা অবশ্য জানা যায়নি৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ৷ তিনি কাঁদের সংস্পর্শে এসেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করা কাজ শুরু হচ্ছে৷ আপাতত যে বিভাগে তিনি কাজ করতেন, সেই বিভাগটি বন্ধ রাখা হচ্ছে৷ একই সঙ্গে জরুরি ভিত্তিতে জীবাণু মারার কাজ শুরু হচ্ছে৷ কলকাতা সদর দপ্তরে আধিকারিকের করোনা আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কর্মী মহলে৷ সর্তকতা হিসেবে বিভাগের একাংশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

অন্যদিকে, ভারতীয় জাদুঘরের সিআইএসএফের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টরের মৃত্যু৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ৷ সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ৩৩ জন জওয়ানকে পাঠানো হল কোয়ারেন্টিনে৷ জানা গিয়েছে, গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের বাসিন্দা সিআরপিএফের ওই অফিসারের৷ আর তার জেরেই ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ জওয়ানকে পাঠানো হলো কোয়ারেন্টাইন৷

দীর্ঘ দিন ধরে কলকাতা জাদুঘরে কর্মরত ছিলেন ওই ব্যক্তি৷ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন ওই ব্যক্তি৷ গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা৷ ব্যারাকে থাকা ৩৩ জওয়ানকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে৷ জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =