করোনা আক্রান্ত তরুণী শিক্ষিকার মৃত্যু, ভাঙল নতুন সংসার

করোনা আক্রান্ত তরুণী শিক্ষিকার মৃত্যু, ভাঙল নতুন সংসার

চন্দননগর: দু’চোখে ছিল সমাজ গড়ার স্বপ্ন৷ নিজের পরিশ্রমে ছিনিয়ে নিয়েছিলেন স্কুলে শিক্ষকতা করার অধিকার৷ চেয়েছিলেন, ছাত্র পড়িয়ে সমাজে ছড়িয়ে দেবেন শিক্ষার আলো৷ কিন্তু, মাঝ জীবনে সব এলোমেলো করে দিল করোনা৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণী স্কুল শিক্ষিকার৷ এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে গেল সদ্য গড়ে তোলা সংসার৷

গতকাল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের করোনায় মৃত্যু হয়েছে৷ WBCS তরুণী আধিকারিকের মৃত্যুর পর এবার করোনায় প্রাণ গেল ৩৪ বছরের তরুণীর স্কুল শিক্ষিকার৷ ঘটনাস্থল সেই চন্দননগর৷

পেশায় স্কুল শিক্ষিকার ওই তরুণীর নাম সৌমি সাহা৷ চন্দননগরের মুন্সিপুকুর এলাকায় বাসিন্দা ছিলেন সৌমি৷ পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসাবে নিযুক্ত ছিলেন সৌমি৷ লকডাউনের মধ্যে তাঁর বিয়ে হয়৷ কিন্তু, বিয়ের দেড় মাসের মধ্যে শেষ নতুন সংসার ও ছাত্র পড়িয়ে সমাজ গড়ার সমস্ত স্বপ্ন৷

স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে জ্বর-শ্বাসকষ্টে সমস্যায় ভুগছিলেন ওই শিক্ষিকা তরুণী৷ পরে করা হয় পরীক্ষা৷ আগে থেকেই ওই শিক্ষিকার বাবা করোনা আক্রান্ত ছিলেন৷ পরে, পরিস্থিতি অবনতি হওয়ায় চন্দননগর হাসপাতালে যায়৷ সেখানে চিকিৎসকের পরামর্শে চলে চান গৃহপর্যবেক্ষণে৷ কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেলের ইএসআই করোনা হাসপাতালে ভর্তি হন৷ সেখানে চলছিল চিকিৎসা৷ পরে, আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 10 =