কলকাতা: দেশের পাশাপাশি বাংলাতেও দৈনিক সংক্রমণে রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এরমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উঠল চাঞ্চল্যকর অভিযোগ৷ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে পালালেন অভিযোগ করোনা আক্রান্ত মায়ের বিরুদ্ধে!
আরও পড়ুন- D.El.Ed শংসাপত্র আছে? NIOS-র নয়া নির্দেশে বিপাকে বহু শিক্ষক
সোমবার বিকেলে করোনা আক্রান্ত মা সদ্যোজাতকে নিয়ে পালান বলে অভিযোগ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা মেডিক্যাল কলেজ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর যায় পুলিশে। ঘণ্টাখানিকের খোঁজাখুঁজির পর সদ্যোজাত শিশু সহ মায়ের হদিশ পাওয়া যায়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১০ দিন আগে করোনা আক্রান্ত হয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর সদ্যোজাত শিশুকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মায়ের রিপোর্ট তখনও আসেনি।
আরও পড়ুন- করোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে তুললেন বিডিও-ওসি, পরে গাফিলতিতে মৃত্যু!
হাসপাতালের দাবি, শিশুটির ছুটির কাগজ দেখিয়ে হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে ইডেন ভবন বেরিয়ে যান মা। ওই মহিলা দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। সিসিটিভ ফুটেজে দেখতে পাওয়া যায়, সদ্যোজাত শিশুকে নিয়ে মা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। খবর যায় বউবাজার থানায়। বউবাজার থানার পুলিশ হাসপাতাল থেকে ঠিকানা নিয়ে ওই মহিলার বাড়ি যান। সেখানে সদ্যোজাত শিশুকে নিয়ে মাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পুলিশ তাঁকে পাকড়াও করে আবার হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গিয়েছে৷