বাগে আসছে না বাংলার করোনা, ৮৮% ছুঁলো সুস্থতার হার

বাগে আসছে না বাংলার করোনা, ৮৮% ছুঁলো সুস্থতার হার

901759f8b365e0503cc2712844cd787d

কলকাতা: দিন প্রতি সংক্রমণ যেন আরও কিছুটা আশঙ্কা তৈরি করল। আর সবচেয়ে বেশি আতঙ্ক বাড়ছে উত্তর ২৪ পরগনাকে নিয়ে। এদিকে দৈনিক মৃত্যুও ভয় পাওয়াচ্ছে রাজ্যবাসীকে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯, ৮৪৭  জন। একদিনে রাজ্যে করোনার বলি ১৫৯ জন। মৃতদের মধ্যে ৪৭ জনই উত্তর ২৪ পরগনার। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকালের তুলনায় কিঞ্চিত কম মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুস্থতার হার ৮৮.১১ শতাংশ। একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন, ১৯, ০১৭ জন। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, এখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৪০ জন। তার পরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ৩,৫৬০ জন আক্রান্ত হয়েছেন করোনাতে। তৃতীয় স্থানে উঠে এল হুগলী। একদিনে সংক্রমিত সেখানকার ১,৩৯৩ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে সংক্রমিতের সংখ্যা ১,২৯৬ জন। এ নিয়ে বঙ্গে মোট করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ০৫৪ জনের।  

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গে চলে এসেছে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি কোভিশিল্ড ভ্যাকসিন। সরাসরি ফোনের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কিনেছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে এই টিকা আসার ফলে রাজ্যে টিকাকরণের গতি আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি সংকটজনক। বিগত কয়েক দিনে সংক্রমনের সংখ্যা কিঞ্চিৎ কমলেও মৃত্যুর হার উদ্বেগজনক। যদিও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশার আলো দেখছে রাজ্যবাসী। সব মিলিয়ে নতুন করে ভ্যাকসিন আসার খবর স্বাভাবিকভাবে আরো স্বস্তি বাড়িয়েছে। তবে এখন সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *