ফের কলকাতা পুলিশে বিদ্রোহ! ব্যাটালিয়নে বিক্ষোভ, ভাঙচুর, ইট বৃষ্টি

ফের কলকাতা পুলিশে বিদ্রোহ! ব্যাটালিয়নে বিক্ষোভ, ভাঙচুর, ইট বৃষ্টি

সল্টলেক: করোনা আবহে বেনোজির বিদ্রোহ এবার কলকাতা পুলিশের অন্দরে৷ পিটিএস, গড়ফার পর পুলিশ বিদ্রোহে উত্তাল সল্টলেকের ৪ নম্বর ব্যাটেলিয়ান৷

পুলিশ কর্মীদের বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেকের৷ রাতদুপুরে আবাসন চত্বর ভাঙচুর থেকে শুরু করে ইটবৃষ্টি, কিছুই বাদ রাখেননি বিদ্রোহী পুলিশকর্মীরা৷ পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে দফায় দফায় চার নম্বর সশস্ত্র পুলিশের ব্যাটেলিয়ানের ভেতর থেকে ইট ছোড়া হয়৷ ভেঙে দেওয়া হয় ব্যাটেলিয়ানের সাইনবোর্ড৷

পিটিএস, গড়ফার পর সল্টলেকে ফের পুলিশের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়৷ পুলিশ ব্যাটেলিয়ানে কোয়ারেন্টাইন সেন্টারে করে রাখা হয়৷ অভিযোগ আক্রান্ত পুলিশকর্মীদের ঠিকভাবে চিকিৎসা করা হচ্ছিল না৷ ছুটি দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পুলিশ কর্মীদের৷ সাধারণ পুলিশদের সঙ্গে কেন অন্য করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা পুলিশ কর্মীদের রাখা হবে? প্রশ্ন তুলে আজ সন্ধ্যায় শুরু হয় বিক্ষোভ৷ বিদ্রোহের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল যায়৷ পুলিশের শীর্ষ আধিকারিকরাও যান পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে৷ গোটা ঘটনায় এখনও লালবাজারের কর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

পুলিশ কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ছুটি পাচ্ছেন না৷ সম্প্রতি বেশকিছু পুলিশকর্মী করোনা সন্দেহভাজন কিংবা আক্রান্ত হয়েছেন, এমন কয়েকজনকে পুলিশ আবাসনের মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে৷ এই ঘটনায় একটি অংশের আপত্তি ছিল৷ এই নিয়ে গন্ডগোল শুরু হয় বলে খবর৷ আজ সন্ধ্যায় পরিস্থিতি চরমে ওঠে৷ শুরু হয় ভাঙচুর৷ বিদ্রোহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =