কলকাতা: প্রথমে রাজ্যবাসী ভেবেছিল এবছর হয়তো তেমন শীত পড়বে না। কিন্তু এখন সেই ধারণা অবশ্য ভাবে পাল্টে গিয়েছে সকলের। শৈত্যপ্রবাহের সর্তকতা থেকে শুরু করে শীতলতা ফেব্রুয়ারী, ফ্রন্ট ফুটে ছক্কা হাঁকাচ্ছে শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিগত ১০ বছরের এটাই শীতলতম ফেব্রুয়ারী। এর পাশাপাশি রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারীর শুরুতেই রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে! সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা। আগামী বেশ কয়েকদিন এই ধরনের আবহাওয়ায় বজায় থাকবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। যদিও চলতি সপ্তাহের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে বলে জানিয়েছে হাওয়া মহল। জানা যাচ্ছে, মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। অর্থাৎ গতকাল ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। গত বছর শেষের দিকে ও অনুমান করা সম্ভব হয়নি যে নতুন বছর শুরুর দিকে এই ভাবে ঠান্ডা পড়বে। কিন্তু হাওয়া অফিস যে কথা জানাচ্ছে তাতে আগামী বেশ কয়েকদিন ব্যাপক ঠাণ্ডায় কাঁপতে চলেছে বঙ্গবাসী।
যে জেলাগুলিতে আগামী দু’দিনের মধ্যে শৈত্যপ্রবাহ হবে বলে অনুমান করা হচ্ছে সেগুলি হল, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে দাপট দেখাবে শীত। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার। অন্যদিকে, বিহার সংলগ্ন মালদা, উত্তর দিনাজপুরে জারি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে মেঘমুক্ত বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।