শীতলকুচি: চতুর্থ দফার নির্বাচনের সকালেই যে ঘটনা ঘটে গিয়েছে তাতে গোটা রাজ্যে তোলপাড়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ইতিমধ্যেই এই নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সংঘাত শুরু হয়ে গিয়েছে। গুলি চালানোর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছেন বিজেপির দিকে, উল্টে বিজেপি দাবি করছে মমতার উস্কানির জন্য আজ এই ঘটনা। এদিকে কোচবিহারের এসপি জানাচ্ছেন রাইফেল এবং ভোট সামগ্রী ছিনতাইয়ের মতো ঘটনার উপক্রম হওয়ায় গুলি চালানো হয়েছে।
তাঁর কথায়, হঠাৎ গুলি চালানো কখনো হয় না তার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হয়। আজ যেহেতু নির্বাচন চলছে তাই অতিরিক্ত সকল কথা ছিল এবং নিজেদের আত্মরক্ষা ও তার সঙ্গে ভোট সামগ্রী লুটের উপক্রম হওয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি বলছিলেন রাইফেল ছিনতাই এবং ভোট সামগ্রী ছিনতাইয়ের মতো ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণেই গুলি চালানো হয়েছে। যদিও তিনি জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আজ এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রেখে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুসারে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেকে আক্রমণ করেন তিনি। বলেন অবসরপ্রাপ্ত হিসেবে এই নির্বাচন পরিচালনা করছেন তিনি এবং কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় পক্ষপাতিত্ব করে বলছেন self-defense-এর কথা! তিনি আরো বলেন, সিআরপিএফ আমার শত্রু নয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে আজকে প্রমাণ হয়ে গেছে, গুলি করে মেরে দিয়েছে সিআরপিএফ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের। এত ঔদ্ধত্য হয় কোথা থেকে, এত অত্যাচার আসে কোথা থেকে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দাবি করে বলেন, বিজেপি জানে তারা হেরে গেছে তাই এখন ভোটারদের গুলি করে মারছে এবং কর্মীদের গুলি করে মারছে।