Aajbikel

কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত করুক সিবিআই, হাই কোর্টে শুভেন্দু

 | 
শুভেন্দু

কলকাতা: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা৷ বিরোধী দলনেতার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে শাসক শিবির৷ তবে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায়  কোনও মন্তব্য করেননি শুভেন্দু৷ সোমবার চণ্ডীপুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, গোটা ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক। শুভেন্দুর অভিযোগ, তাঁর কনভয়ের পথে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না৷ ঘটনাচক্রে, রবিবারই এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে।


সূত্রের খবর, শুভেন্দুর আবেদনের ভিত্তিতে  মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলনেতার আইনজীবী বলেন, যে রাস্তা দিয়ে তাঁর মক্কেল শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷ 

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে৷ অভিযোগ, চণ্ডীপুরের একটি পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন শেখ ইসরাফিল নামে এক যুবক। সেইসময় আচমকাই শুভেন্দুর কনভয় এসে পড়ে এবং তাঁর কনভয়ের একদম সামনে থাকা গাড়িটি ধাক্কা মারে ইসরাফিলকে। ছিটকে পড়েন তিনি। ইসরাফিলের বাড়ি ভৈরবপুর গ্রামে৷ বয়স ৩৩৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের সামনে থাকা গাড়িটিই তাঁকে ধাক্কা দেয়। এমনকী কনভয়ের সামনে থাকা গাড়িটি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে দাঁড়ায়নি। রক্তাক্ত অবস্থায় ইসরাফিলকে এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবারই দুর্ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। সেখানে গাড়ির চাকার দাগ এবং সংলগ্ন এলাকার নমুনা সংগ্রহ করেন তারা। পাশাপাশি গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশ, চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশও পরীক্ষা করে দেখেন তাঁরা।

এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল। শাসক দলের একটি প্রতিনিধি দল দেখা করে মৃত ইসরাফিলের পরিবারের সঙ্গে। এমনকী ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দেওয়া হয় দলের তরফে। পরে অবশ্য শুভেন্দুর কনভয়ে থাকা ওই গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডে আত্মসমর্পণ করেন।

Around The Web

Trending News

You May like