অবশেষে পিএইচডি-র কাউন্সেলিং-সম্পন্ন, কাকে কাকে কৃতজ্ঞতা জানালেন মাও নেতা অর্ণব

পূর্ব বর্ধমান: মাওবাদী নেতার পিএইচডি নিয়ে বেশ কিছু জটিলতার পর অবশেষে কাউন্সেলিংয়ে বসলেন অর্ণব দাম৷ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করার পথে আর কোনও বাধা রইল…

পূর্ব বর্ধমান: মাওবাদী নেতার পিএইচডি নিয়ে বেশ কিছু জটিলতার পর অবশেষে কাউন্সেলিংয়ে বসলেন অর্ণব দাম৷ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করার পথে আর কোনও বাধা রইল না। সোমবার  ভর্তিরই কাউন্সেলিং-এ অংশ নেন তিনি৷

 

সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল মাওবাদী নেতা অর্ণব দামকে। সেখানেই কাউন্সেলিং হয় তাঁর। কাউন্সেলিং শেষে প্রিজন ভ্যানে ওঠার আগে ইতিহাসের গবেষক ছাত্র  বলেন, “আজ আমার কাউন্সেলিং হল। পিএইচডি-তে ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান হল। উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কারা দফতরের আধিকারিক ও রাজ্য সরকারের সহযোগিতা ছাড়াও এটা সম্ভব ছিল না৷ জায়গায় আসতে পারতাম না। তাই তাদেরও ধন্যবাদ।”