‘আপনাদের বিবস্ত্র করে ছাড়ব’, হুঁশিয়ারি নীলাদ্রি শেখর দানার, AIMS-কাণ্ডে জেরা BJP বিধায়কের পুত্রবধূকেও

‘আপনাদের বিবস্ত্র করে ছাড়ব’, হুঁশিয়ারি নীলাদ্রি শেখর দানার, AIMS-কাণ্ডে জেরা BJP বিধায়কের পুত্রবধূকেও

কলকাতা: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ৷ এদিন বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি’র চার এফিসার৷  এই বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ অভিযোগ, বঙ্কিমচন্দ্র ঘোষ  প্রভাব খাটিয়ে পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণী এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দিয়েছেন।

আরও পড়ুন- সারদা মামলায় শুভেন্দু যোগ? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

অন্যদিকে, এইমস-এ নিয়োগ দুর্নীতিতে তলব করা হয় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে৷ এর পরেই বিস্ফোরর বিজেপি বিধায়ক৷ তিনি বলেন, ‘বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে লোককে ঢোকানো হয়েছে৷ তালিকা তুলে নিয়ে আসব৷ বিসস্ত্র করে রাস্তায় দাঁড় করাব৷ নাম না করে তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়কের৷ তিনি আরও বলেন, তিনি বলেন, “আমি ভারতীয় জনতা পার্টি করি। আমরা কোনও অন্যায় করতে শিখিনি। আমরা ত্যাগ করতে জানি। ৪৮ বছর ত্যাগ করে এই পর্যায়ে এসেছি। আমরা মানুষের মন নিয়ে খেলি না।”

বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কল্যাণী এইমসে কর্মরত। অভিযোগ, বিধায়কের সুপারিশেই চাকরি পেয়েছেন তিনি। এর জন্য পরীক্ষাতেও বসেননি।