কলকাতা: ইডি মামলায় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর অন্তর্বর্তী জামিন নিয়ে বিতর্ক৷ গৌতম কুণ্ডুর অন্তর্বর্তী জামিন নিয়ে প্রশ্ন তুলে আদালতে সিবিআই৷
আরও পড়ুন- ‘বাংলা একদিন চিন হয়ে যাবে’, উপনির্বাচনে ৪ গোল খেয়ে ব্যাখ্যা দিলীপের
জানা গিয়েছে, রোজভ্যালি মামলায় গতকালই সিবিআই-এর তদন্তকারী অফিসাররা ভুবনেশ্বরের খুরদা আদালতে একটি পিটিশন জমা দিয়েছেন৷ সেই পিটিশনে সিবিআই-এর তরফে বলা হয়েছে, গত তিন মাসে দু’বার ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন নিয়ে গৌতম কুণ্ড জেল থেকে বেরিয়েছেন৷ কী ভাবে পরপর অন্তর্বর্তী জামিন পেলন রোজভ্যালি কর্তা? প্রশ্ন তুলেছে সিবিআই৷ পাশাপাশি অভিযোগ করা হয়েছে, জামিন পেয়েই ফোনে সাক্ষীদের হুমকি দেন গৌতম কুণ্ডু৷ এমনকী তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে তদন্তকে প্রভাবিত করার চেষ্টাও করছেন তিনি৷
প্রসঙ্গত, সিবিআই মামলাতেও জেল হেফাজতে রয়েছেন গৌতম কুণ্ডু৷ সিবিআই-এর অভিযোগ, কোনও ভাবে টাকা পয়সা দিয়ে জেল থেকে বেরচ্ছেন গৌতম কুণ্ডু৷ গত তিন মাসে ২ বার ইডি’র মামসায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন গৌতম কুণ্ডু৷ একবার ১০ দিন ও একবার ৮ দিনের জন্য জেল থেকে ছাড়া পান তিনি৷ এই ছাড় নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে সিবিআই-এর দায়ের করা পিটিশনের শুনানি হবে৷