‘আসানি’ সঙ্কট, একাধিক জেলায় বিপর্যয় মোকাবিলা দল, খোলা কন্ট্রোলরুম

‘আসানি’ সঙ্কট, একাধিক জেলায় বিপর্যয় মোকাবিলা দল, খোলা কন্ট্রোলরুম

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসানি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২ টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২ টি, পশ্চিম মেদিনীপুরে ১ টি, কলকাতায় ২ টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২ টি করে, হাওড়ায় ১ টি, হুগলিতে ১ টি এবং নদিয়ায় ১ টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ ওই দলগুলি প্রস্তুত রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে লালবাজারেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে কলকাতা পুরসভা এবং নবান্নেও। ঘূর্ণিঝড়ের জেরে কোথাও কোনও বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে, তার ছিঁড়ে গেলে তা জানানোর জন্য রাজ্যের বিদ্যুৎদফতরেও আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন- সয়াবিন থেকে সর্ষে, একধাক্কায় অনেকটাই সস্তা ভোজ্য তেল, স্বস্তিতে মধ্যবিত্ত

আসলে ঘূর্ণিঝড়ের জেরে সোমবারের মতো মঙ্গলবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও ভিজতে পারে কলকাতার একাধিক এলাকা। তবে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদীয়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনিতেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে গিয়েছে কলকাতায়।

এদিকে ঘূর্ণিঝড় আশঙ্কা কেটে গেলে বর্ষাকাল আসার কথা। তাই রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাস ও বর্ষার মরশুমের কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর আদানপ্রদান ও দ্রুত মেরামতির লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ নভেম্বর, ২০২২ সাল পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়, সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে। ওই কন্ট্রোল রুমের নম্বর হল: ৮৯০০৭৯৩৫০৩ / ৮৯০০৭৯৩৫০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *