কলকাতা: দীর্ঘ ১৭ দিন অতিক্রান্ত। আইনজীবীদের লাগাতার কর্মবিরতির জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বিচারপ্রার্থীরা। কাল, সোমবার সপ্তাহের প্রথম দিন থেকে সেই অচলাবস্থাই চলবে কোর্টগুলিতে। কারণ রাজ্যের বার কাউন্সিল আগামী ১৪ মে পর্যন্ত ফের কর্মবিরতির ডাক দিয়েছে কোর্টগুলিতে।
ওইদিন দুপুরে ফের বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা কাউন্সিল কর্তাদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার কাউন্সিলের কর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দেন। এদিকে, শনিবার রাজ্যের অন্যান্য জেলার মতো শহরের আদালতগুলি বন্ধ থাকলেও খোলা ছিল ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের হাজির করার ‘বিশেষ আদালত’। সেখানে ধৃতদের হাজির করা হলেও তাঁদের পক্ষে ছিল না কোনও আইনজীবী। কোনও কোনও অভিযুক্ত নিজেরাই সওয়ালে অংশ নেন।