বাঁকুড়া : নিজের নাবালিকা কন্যাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করার অভিযোগে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বাঁকুড়া আদালতের বিচারপতি ।একই সঙ্গে মেয়েকে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সরকারী আইনজীবী লক্ষী নারায়ণ গোস্বামী জানান গঙ্গাজলঘাটি থানার কলগড়ার বাসিন্দা মানিক রুইদাস (৪২)তার নাবালিকা মেয়ের সাথে জোর করে সহবাসে লিপ্ত হোত ।তার মা বাপের বাড়ি গেলে তাকে একা পেয়ে বাবা একাজ করতো বলে মেয়েটি অভিযোগ করে ।বাবার ভয়ে প্রথমে সে কিছু না বললেও পরবর্তী সময়ে সে মাকে বাবার কুকীর্তির কথা জানালে মা সে কথা বিশ্বাস না করে উল্টে মেয়েকে ধমক দিত ।
বার বার এরকম ঘটনা সহ্য করতে না পেরে সে ২০১৬ সালের ৩০ অক্টোবর গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে ।পুলিশ ঘটনার তদন্ত করে ২৬/১১/২০১৬ তারিখে মানিক রুইদাসের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ।বাঁকুড়া আদালতের অতিরিক্ত দ্বিতীয় দায়রা বিচারপতি অরুন কিরণ বন্দোপাধ্যায় নাবালিকার গোপন জবান বন্দী নেন এবং মেয়েটির মেডিক্যাল চেক আপের নির্দেশ দেন ।সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতি মানিক রইদাসকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) এবং পসকো আইনে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ওএক লক্ষ টাকা মেয়েকে দেবার নির্দেশ দেন ।