কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এরই মধ্যে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদার নথি গায়েব সংক্রান্ত মামলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে তৎপর কাঁথি পুলিশ। একই সঙ্গে এই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। রবিবারই প্রেসিডেন্সি জেলে এসে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবেন কাঁথা থানার আধিকারিকরা। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত কাঁথি থানাকে সেই অনুমতি দিয়েছে।
আরও পড়ুন- হাওয়ালায় পার্থর টাকা পাচার? প্রাক্তন মন্ত্রী-ঘনিষ্ঠ কয়েক জনকে চিহ্নিত করল বাংলাদেশের গোয়েন্দারা
এর আগেও নিজের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন৷ সম্প্রতি তিনি ফের অভিযোগ করেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা ঢেলে লেবার হাট তৈরি করেছিলেন। এর পরেও বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু অধিকারী। সারদাকর্তার দাবি, “শুভেন্দু অধিকারী নানা রকম ভাবে টাকা তুলেছেন। কন্টাইতে (কাঁথি) একটা হাইরাইজ (বহুতল) করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা দিয়েছিলাম। সমস্ত কাজকর্মও করা হল। লেবার হাটের কাজ শেষ করার পরেও আমাদের প্ল্যান পাশ করানো হয়নি।” সুদীপ্ত সেনের আরও জানান, এর আগেও তিনি ৯০ লক্ষ টাকা কন্টাই পুরসভায় জমা করেছিলেন৷ সেই টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও৷
এদিকে, কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল মান্না বলেন, সারদার প্ল্যান পাশ করানোর জন্য সৌমেন্দুর আমলে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল৷ কিন্তু, সেই সংক্রান্ত কোনও নথি পুরসভায় নেই। তাঁর অভিযোগ, সারদার ওই ফাইল পুরসভায় থেকে মিসিং। বিষয়টি জানিয়ে তিনি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে কাঁথি পুরসভায় শুভেন্দু ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>