নয়াদিল্লি : সোনিয়া গান্ধি যখন প্রধানমন্ত্রী হতে অস্বীকার করেছিলেন, তখন তাঁর বাড়ির সামনে এক সমর্থক মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পনেরো বছর পর তাঁর ছেলে রাহুল গান্ধিকে কংগ্রেস সভাপতি পদে রাখতে চেয়ে আত্মহত্যার হুমকি দিলেন আরেক সমর্থক।
মঙ্গলবার কংগ্রেস দফতরের সামনে ওই কংগ্রেস কর্মী একটি গাছে দড়ি লাগিয়ে ঝোলার চেষ্টা করেছেন। রাহুলকে সভাপতি রাখার দাবিতে অনির্দিষ্টকালের ধরনায় বসেছেন বহু নেতাকর্মী। সেখানে রয়েছেন এআইসিসি সম্পাদক থেকে শুরু করে রাজ্য সভাপতিরা। তাঁদের বক্তব্য, দলের বিপর্যয়ের দায় একা রাহুলের নয়, সবারই। এর আগে দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও নড়ানো যায়নি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীরা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।