জোট হলে বাংলায় অন্তত সাতটি আসনের দাবি জানাতে চায় কংগ্রেস, কোন অঙ্কে দরকষাকষি?

জোট হলে বাংলায় অন্তত সাতটি আসনের দাবি জানাতে চায় কংগ্রেস, কোন অঙ্কে দরকষাকষি?

 কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে৷ দেশবাসীর মনে একটাই প্রশ্ন, দিল্লির কুর্সিতে কি নরেন্দ্র মোদী ফিরবেন? নাকি এবার পালা বদল? বাংলার ৪২টি আসনেও ভোট হবে এই প্রশ্নের উপর ভিত্তি করেই৷ সেই সঙ্গে বর্ষশেষে বঙ্গ রাজনীতির অন্দরে আরও একটি কৌতূহল মাথাচাড়া দিয়েছে— আবারও কি কংগ্রেস-তৃণমূল নির্বাচনী জোট বা আসন সমঝোতা করবে?

কংগ্রেস সূত্রের খবর, এ রাজ্যে সাতটি আসন চেয়েছে কংগ্রেস৷ ওই সাতটি আসন হল-বহরুমপুর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং দার্জিলিং। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে বাংলার নেতারা কংগ্রেস হাইকমান্ডের সামনেই দাবি করেছেন যে, বাংলায় ওই সাতটি আসনে জেতার ক্ষমতা রয়েছে তাঁদের৷ এদিকে বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ছাড়াই ২০২১ সালে বিজেপিকে রুখে দিয়েছিল। এটা মাথায় রাখতে হবে।’’ আর কংগ্রেসের সাত আসন দাবি প্রসঙ্গে কুণালের বক্তব্য, ‘‘ছোটরা তো বড়দের কাছে অনেক সময় অনেক কিছুই আব্দার করে। কিন্তু ছোটদেরও মাথায় রাখতে হবে, সেই আব্দারটা যেন বাস্তবসম্মত হয়।’’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *