ব্রিগেডে জনসভা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

কলকাতা: লোকসভার জোট সমীকরণ নিয়ে রাজ্যওয়াড়ি ঘর গোছানোর কাজে নেমেছে কংগ্রেস৷ সেইমতো আজ, শনিবার সোমেন মিত্রের সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ওই বৈঠকে রাজ্যের দলের অবস্থান সভাপতির কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি৷ বাংলার কংগ্রেসের কর্মী-সমর্থকদের চাওয়া-পাওয়ার নিয়ে দীর্ঘ কথা হয়৷ প্রদেশ কংগ্রেসের ভবিষ্যতের কথা ভেবে একলা চলার প্রস্তাব দেওয়া হয়৷ তৃণমূলের সঙ্গে জোটে

ব্রিগেডে জনসভা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

কলকাতা: লোকসভার জোট সমীকরণ নিয়ে রাজ্যওয়াড়ি ঘর গোছানোর কাজে নেমেছে কংগ্রেস৷ সেইমতো আজ, শনিবার সোমেন মিত্রের সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ওই বৈঠকে রাজ্যের দলের অবস্থান সভাপতির কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি৷ বাংলার কংগ্রেসের কর্মী-সমর্থকদের চাওয়া-পাওয়ার নিয়ে দীর্ঘ কথা হয়৷ প্রদেশ কংগ্রেসের ভবিষ্যতের কথা ভেবে একলা চলার প্রস্তাব দেওয়া হয়৷ তৃণমূলের সঙ্গে জোটে গেলে দলের কী কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোটের প্রসঙ্গও তুলে ধরা হয়৷ দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে আগামী ফেব্রুয়ারিতে ব্রিগেডে জনসভা করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রস্তাব দেওয়া হয়৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রস্তাবে প্রাথমিক ভাবে সম্মতি দিয়েছেন রাহুল গান্ধী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =