কলকাতা: একুশের ভোটে বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস৷ সবুজ ঝড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাম-কংগ্রেস শিবির৷ রাজ্যের একদা প্রধান বিরোধী দল খাতাটুকুও খুলতে পারেনি৷ কিন্তু এবার লক্ষ্য ২০২৪৷ আসন্ন লোকসভাকে পাখির চোখ করেই নয়া সমীকরণ তৈরি হতে চলেছে রাজনীতির প্রাঙ্গনে৷ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রস্তাবে সেই ইঙ্গিতই দেখছেন রাজনীতির কারবারিরা৷
আরও পড়ুন- এবার ইমেলে অভিযোগ জানাতে পারবেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়ারা
বিধানসভায় বাম-কংগ্রেসের স্কোর শূন্য৷ আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের মাশুলই তাঁদের গুণতে হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত৷ কোনও কেন্দ্রে প্রভাবই খাটাতে পারেনি জোট৷ কিন্তু ২০২৪-কে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে কংগ্রেস৷ প্রসঙ্গত, নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর রাজনৈতিক সৌজন্যে ওই কেন্দ্রে কোনও প্রার্থী দিচ্ছে না কংগ্রেস৷ অধীরের প্রার্থী না দেওয়ার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তবে অধীরের এই প্রস্তাবের আড়ালেই দিল্লি দখলের লক্ষ্যে তৃণমূলের সঙ্গে জোট গড়ার বার্তা দেখছে রাজনৈতিক মহল৷
২০২১-এ তাঁর ছিলেন প্রতিপক্ষ৷ কিন্তু দিল্লি দখলে তাঁরা যে হাত মেলাবে না, সে কথা জোড় দিয়ে বলা যায় না৷ আর অধীরের প্রস্তাব লোকসভা ভোটে কংগ্রেসের হাত ধরার পথ প্রশস্ত করল বলেই মনে করা হচ্ছে৷ যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির এই প্রস্তাবে হাইকমান্ড সিলমোহর দেয় কিনা, সেটাই দেখার বিষয়৷ তাঁদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে ২০২৪ এর জোট বার্তা৷ তবে হাইকমান্ড যাই সিদ্ধান্ত নিক, অধীরের প্রস্তাব নিশ্চিত ভাবেই উস্কে দিয়েছে জোট জল্পনা৷