কলকাতা: দক্ষিণ কলকাতা কেন্দ্রে লোকসভা কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী। বুদ্ধিদীপ্ত চেহারায় সুন্দরী হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন কংগ্রেস প্রার্থী। তবে তাঁর সম্পত্তির বহরও রীতিমতো তাক লাগানো। নির্বাচন কমিশনকে আয় ও সম্পত্তির যে হিসেব তিনি পেশ করেছেন, তা টেক্কা দিয়েছে শহরের সব দলের প্রার্থীকেই।
কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী নির্বাচন কমিশনকে মনোনয়ন পেশের সময় জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী দু’জনেই ব্যবসায়ী। ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর রোজগার ছিল ৪৭ লক্ষ ১৭ হাজার ৩০২ টাকা। ওই একই বছরে তাঁর স্বামীর রোজগার ছিল ৫৩ লক্ষ ৮২ হাজার টাকা। মিতাদেবীর নিজের অস্থাবর সম্পত্তি আছে ৮ কোটি ৯১ লক্ষ ৪৬ হাজার টাকার। এর মধ্যে শুধু সোনা আছে এক কেজির বেশি। এত টাকার সম্পত্তি থাকলেও, মিতাদেবীর কোনও গাড়ি নেই, জানিয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর স্থাবর সম্পত্তির বর্তমান বাজারদর প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ ১৫ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তি আছে ২৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে, মিতাদেবীর স্বামীর অস্থাবর সম্পত্তির মূল্য ৮ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা। এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৮ কোটি ৭৭ লক্ষ ৬০ হাজার টাকার।
তৃণমূল প্রার্থী মালা রায় তাঁর সম্পত্তির যে হিসেব পেশ করেছেন নির্বাচন কমিশনে, সেখানে তাঁর ২০১৭-১৮ অর্থবর্ষে রোজগার ছিল মোট ৩ লক্ষ ৬ হাজার ৪০০ টাকা। তাঁর স্বামী নির্বেদ রায়ের রোজগার ওই অর্থবর্ষে ৭ লক্ষ ৩২ হাজার ৮৪০ টাকা। মালাদেবীর স্থাবর সম্পত্তি বলতে ৩৮ লক্ষ টাকার একটি ফ্ল্যাট, যা আবার তাঁর ও তাঁর স্বামীর যৌথ মালিকানায় আছে। আলাদা করে তাঁর স্বামীর একটি ফ্ল্যাট আছে, যার বাজারদর ৫ লক্ষ ৮০ হাজার টাকা, নির্বাচন কমিশনে জানিয়েছেন মালাদেবী। তাঁর অস্থাবর সম্পত্তি আছে প্রায় ২৩ লক্ষ ২৫ হাজার টাকার, যার মধ্যে একটি গাড়ি আছে ১০ লক্ষ টাকার কিছু বেশি মূল্যের। মালা রায়ের স্বামীর হাতে আছে প্রায় ৩৬ লক্ষ ৩ হাজার টাকার অস্থাবর সম্পত্তি।