নেতৃত্বে থাকবেন কে? তুঙ্গে অধীর-মান্নান সংঘাত!

নেতৃত্বে থাকবেন কে? তুঙ্গে অধীর-মান্নান সংঘাত!

কলকাতা: নজরে বিধানসভা নির্বাচন৷ জোর কদমে চলছে প্রস্তুতি৷ এবার লড়াই হতে পারে ত্রিমুখী৷ বাম-কংগ্রসে জোট বাঁধলে লড়াইয়ের ময়দানে থাকবে তৃণমূল ও বিজেপি৷ চলছে, শেষ মুহূর্তে ঘর গুছিয়ে নেওয়ার পালা৷ পিছিয়ে নেই কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনের আগে অধীর চৌধুরীর উপর দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব৷ কিন্তু, দ্বিতীয় দফায় প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কে জড়াল প্রদেশ নেতৃত্ব৷

বৃহস্পতিবার এক ঘণ্টার ব্যবধানে জোড়া সাংবাদিক বৈঠক ডাকার খবর পেয়ে বেজায় ক্ষুব্ধ হাইকমান্ড৷ দ্বন্দ্বের আশঙ্কায় বুধবার রাতে এআইসিসি’র নির্দেশে শেষপর্যন্ত ২টি সাংবাদিক বৈঠক বাতিল করা হয়েছে৷ জানা গিয়েছে, আগামী শুক্রবার দলের দুই নেতা দিল্লি থেকে এসে বিধানভবনে সাংবাদিক বৈঠক করবেন৷ সেখানে বিষয় রাখা হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে ২৮ তারিখ দেশজুড়ে কংগ্রেসের কর্মসূচি৷ ওই বৈঠকে প্রদেশ নেতৃত্বে থাকবেন কে? শুরু হয়েছে ধোঁয়াশা৷

তবে, কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৮ তারিখের কর্মসূচি নিয়ে সমস্ত রাজ্যের নেতৃত্বকে সাংবাদিক বৈঠক ডাকতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড৷ অধীর চৌধুরী সংসদে কংগ্রেসের দলনেতা৷ দিল্লিতে ব্যস্ত থাকেন৷ তাঁর পক্ষে হাজির থাকা সম্ভব নয়৷ ফলে, ডাক পড়ে রাজ্যের বিরোধী দলনেতাকে৷ হাইকমান্ডের তরফে আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হয় বলে কংগ্রেস সূত্রে খবর৷ মান্নান সাহেব এআইসিসি নেতৃত্বকে সাফ জানিয়ে দেন, হাইকমান্ডের লিখিত নির্দেশ পেলে তিনি এই সাংবাদিক বৈঠক ডাকতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =