কলকাতা: আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ আছে। তবে এই নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন খোদ কংগ্রেস নেতা। কৌস্তভের কথায়, এই গ্রেফতারি তাঁর নৈতিক জয়। একই সঙ্গে রাজ্যের সরকারকে একহাত নিয়ে তিনি মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী নিজে তাঁকে ভয় পেয়েছেন।
আরও পড়ুন- তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক, ৩ রাজ্যের ফল ঘোষণা হতেই খড়্গহস্ত শুভেন্দু
সদ্য সাগরদিঘি উপনির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে হারতে হয়েছে তৃণমূলকে। এই জয়ের পরেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাব দেন কৌস্তভ। কংগ্রেস নেতার কথায়, এই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই ভাবে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে কৌস্তভের পরিবারও। জানা গিয়েছে, শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ কংগ্রেস নেতার বারাকপুরের বাড়িতে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ সময় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি যাচ্ছেই! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল! HC upholds order over job termination of secondary teachers” width=”560″>
কৌস্তভের এই গ্রেফতারি নিয়ে বাংলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর প্রতিবেশীরা বুঝতে পারছে না যে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই গ্রেফতারির পর পুলিশি ধরপাকড়ের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলি। কংগ্রেস নেতার পাশাপাশি কৌস্তভ একজন আইনজীবী, তাই তাঁকে এভাবে গ্রেফতার করা নিয়ে হইচই সৃষ্টি হয়েছে। যদিও কৌস্তভ বলছেন, রাজনৈতিক লড়াই শুরু হল। লড়াই হবে আইনি পথেও।