৪২ কেন্দ্রে প্রার্থী দেওয়ার তোড়জোড় কংগ্রেসের

কলকাতা: রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল প্রদেশ কংগ্রেস। শুক্রবার এআইসিসির পর্যবেক্ষক গৌরব গগৈয়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসে। সেখানে লোকসভাকেন্দ্রিক রণকৌশল ও সাংগঠনিক আলোচনায় একলা চলার বিষয়ে বস্তুত সর্বসম্মত হয়েছেন প্রদেশ নেতারা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দীপা দাসমুন্সি ও মালদহের সংসদ

2a759eca5f8be76a0f37938455fb5940

৪২ কেন্দ্রে প্রার্থী দেওয়ার তোড়জোড় কংগ্রেসের

কলকাতা: রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল প্রদেশ কংগ্রেস। শুক্রবার এআইসিসির পর্যবেক্ষক গৌরব গগৈয়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসে। সেখানে লোকসভাকেন্দ্রিক রণকৌশল ও সাংগঠনিক আলোচনায় একলা চলার বিষয়ে বস্তুত সর্বসম্মত হয়েছেন প্রদেশ নেতারা।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দীপা দাসমুন্সি ও মালদহের সংসদ সদস্য মৌসম বেনজির নুর— এই চারজন অবশ্য বৈঠকে যোগ দেননি। বাকিরা এসেছিলেন। তবে তাঁরা যে আসবেন না, তা আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে জানিয়ে দিয়েছিলেন। এদিন একলা চলার কথা হলেও বামেদের সঙ্গে জোট প্রসঙ্গ উহ্যই ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *