কলকাতা: ভোটের মুখে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এখন কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতির অন্দরমহল। তৃণমূলের ঘোষণার পর একে একে একুশের বিধানসভার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাকিরাও। বামফ্রন্ট আর বিজেপির পর এবার প্রথম দুই দফার প্রার্থী তালিকা সামনে আনল কংগ্রেস।
একুশের বিধানসভা নির্বাচনে প্রথম দুই দফার মোট ১৩টি আসনের প্রার্থী তালিকা এদিন প্রকাশ করেছে কংগ্রেস। বামফ্রন্ট এবং আইএসএফ-এর জোট শরিক হিসেবে এবার নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে তারা। প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে বামেদের পথে হেঁটেই হাইভোল্টেজ নন্দীগ্রামের আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে। আগামী দিনে ধীরে ধীরে বাকি প্রার্থীর চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
শনিবার রাতে যে ১৩ জন প্রার্থীর নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কংগ্রেস, তাঁদের মধ্যে রয়েছে বেশ কিছু বড় নাম। বাঘমুন্ডি থেকে এবারে কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করবেন নেপাল মাহাতো। এছাড়া, দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ও কাকদ্বীপ থেকে ভোটে দাঁড়াচ্ছেন যথাক্রমে সুখদেব বেরা এবং ইন্দ্রনীল রাউত। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম এড়িয়ে মোট তিনটি আসনের কথাও জানিয়েছে কংগ্রেস। ময়না থেকে মানিক ভৌমিক, ভগবানপুর থেকে শিউ মাইতি এবং এগরা থেকে থাকছেন মানস কুমার কর্মহপাত্র।
কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে পশ্চিম মেদিনীপুরেও। জানা গেছে, খড়গপুর সদর থেকে সমীর রায় এবং সবং থেকে হাত চিহ্নে লড়বেন চিরঞ্জিত ভৌমিক। বলরামপুর থেকে উত্তর বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়া থেকে পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া থেকে থাকছেন রাধারানী বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে দেবু চট্টোপাধ্যায় এবং কোতুলপুর থেকে অক্ষয় সাঁতরা। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের ভোটে বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে জোট প্রক্রিয়া চূড়ান্ত করেছে কংগ্রেস। দুদিন আগেই নিজেদের আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা।