কলকাতা: একই মঞ্চে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আবার একই ইস্যুতে বিক্ষোভ সকলের! শুনতে অবাক লাগলেও পুরভোটের শহর দেখল এই দৃশ্য। সিপিএম, কংগ্রেস ও বিজেপি মিলিত ভাবে বিক্ষোভ দেখাল উত্তর কলকাতার বড়তলা থানার সামনে। তাদের সকলের নিশানা একই, তৃণমূল কংগ্রেস।
ছাপ্পা করানো হচ্ছে, ভোট লুঠ করা হচ্ছে, এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় সিপিএম। এই ইস্যুতেই প্রতিবাদ করতে কর্মী, সমর্থকদের নিয়ে বড়তলা থানার সামনে চলে আসে লাল বাহিনী। তারা আসার কিছুক্ষণের মধ্যেই সেখানে একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে সামিল হয় কংগ্রেস এবং বিজেপি। মিলিতভাবে তাদের অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে কোনও কথা পুলিশ শুনছে না, বলে কোনও লাভ হচ্ছে না। তাই তারা থানার সামনে প্রতিবাদ দেখাচ্ছেন। এই ধরণের কোনও দৃশ্য এর আগে বাংলার রাজনৈতিক মহল দেখেছে কিনা সন্দেহ যে, একই সঙ্গে তিন-তিনটি রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করছে শাসক দলের বিরুদ্ধে।
এদিন সকাল থেকেই উত্তাপ ছড়িয়েছে পুরভোট নিয়ে। তবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫১ শতাংশ। কিন্তু বিজেপি শিবির ভোটে দুর্নীতির বিরুদ্ধে সরব। জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি এবং তাদের দাবি পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ইতিমধ্যেই তিন ওয়ার্ডের ভোট আবার চেয়েছে গেরুয়া বাহিনী। একই দাবি সিপিএমের।