‘আমি জিতছিই, বেকার ইউসুফ..’, ভোটের সকালে আত্মবিশ্বাসী অধীর

বহরমপুর: চলতি লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর৷ এই কেন্দ্রে একদিকে রয়েছেন পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ অন্যদিকে, লড়ছেন তৃণমূল কংগ্রেসের তুরুপের…

বহরমপুর: চলতি লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর৷ এই কেন্দ্রে একদিকে রয়েছেন পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ অন্যদিকে, লড়ছেন তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান৷ তবে জয় নিয়ে আত্মবিশ্বাসী অধীর। ভোটের আগেও একাধিকবার জয় নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ মুখে শোনা গিয়েছে এ কথা। ভোটের দিলেও তাঁর গলায় একই সুর। তিনি স্পষ্ট বলেন, “আমি জিতছিই। এতে কোনও শঙ্কা নেই।”  ইউসুফ প্রসঙ্গ উঠতেই ফুৎকারে ওড়ালেন অধীর। তাঁর কথায়,‘‘ওকে বেকার এখানে দাঁড় করিয়েছে।’’

এদিন সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন প্রান্তে ঘুরতে দেখা যায় অধীরকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই জয় নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান তিনি৷ বলেন, “আমি জিতছিই। কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। বেলডাঙায় উত্তেজনা ছড়িয়েছে। আমরা অভিযোগ জানিয়েছি। চার পাঁচ জায়গা থেকে খবর আসছে। তবে বিশাল বড় কিছু হয়নি।”

 

তারপরেই অধীরের সংযোজন, “আমার লড়াই কোনও ব্যক্তির বা প্রার্থীদের বিরুদ্ধে না । আমার লড়াই মোদী- মমতার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। ইউসুফকে বেকার দাঁড় করিয়ে দিয়েছে এখানে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *