কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন আট দফা ঘোষণা করার পর থেকেই বিরোধিতা শুরু হয়েছিল। রাজনৈতিকভাবে একদিকে যেমন বিরোধিতা হয়েছিল, অন্যদিকে করোনাভাইরাস পরিস্থিতির আবহে নির্বাচন কমিশনের মূল কিছু সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। এবার ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। ভোট কর্মীদের ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা করছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে।
জানা গিয়েছে, বর্ধমান দক্ষিণের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসিতে অব্যবস্থা রয়েছে। ভোট কর্মীরা সঠিক ভোটিং মেটিরিয়ালস পাচ্ছেন না। সারাদিন গাদাগাদি ভিড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে নির্বাচন কমিশন, অভিযোগ করা হচ্ছে এমনই। তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ বলছে, এভাবে চলতে থাকলে ভোট কর্মীগণ ডিউটি বয়কট করতে বাধ্য হবে। ৮ দফা নির্বাচনে কম কম বিধানসভা ভোট করেও এই অব্যবস্থা হবে কেন? এই প্রশ্ন তুলছে তারা। একই ভাবে ১১৩ বরানগর বিধানসভা এলাকায় ভোটের জন্য গুরু নানক ডেন্টাল হসপিটাল (ডিসি)-তে ভোটিং মেটিরিয়ালস না পৌঁছানোর জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে বলে অভিযোগ ভোট কর্মীদের। নির্বাচন কমিশনে এই প্রেক্ষিতে অভিযোগ জানান হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮৯২ জন, আর আজ তা বেড়ে হল ৬,৭৬৯ জন! কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬,৭৬৯ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।